শিরোনাম | সূত্র | তারিখ |
৫২। ব্রাসেলসে রয়্যাল ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এফেয়ার্স এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভাষণ | ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় | ২৫ অক্টোবর ১৯৭১ |
রয়্যাল ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এফেয়ার্স এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভাষণের চুম্বক অংশ, ২৫ অক্টোবর ১৯৭১
একটি নতুন সঙ্কট সৃষ্টি হয়েছে যার বিশালতা ছড়িয়ে পড়ছে এবং আমাদের সমস্যার সম্মুখীন করে ফেলেছে। প্রায় বেলজিয়ামের জনসংখ্যার সমান ৯ মিলিয়ন মানুষ পূর্ব বাংলায় পাকিস্তানের সামরিক শাসকদের দ্বারা নির্যাতিত। এবং তাদেরকে আমাদের সীমানার ভিতরে ঠেলে দেয়া হচ্ছে। এটি আমাদের স্বাভাবিক জীবন এবং আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় আঘাত হানবে। বিশ্ববাসীর কি এই আগ্রাসনের ব্যাপারে সচেতন হওয়া উচিত নয়? প্রচলিত অর্থে এটি গৃহযুদ্ধ নয়। এটা বেসামরিক নাগরিকদের গণহত্যার বিশাল যজ্ঞ কারণ তারা গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। আমরা যথেষ্ট ধৈর্য্য ধরে আছি কিন্তু জানি যে এটা আমাদের নিরাপত্তা ও স্ট্যাবিলিটির জন্য হুমকি স্বরূপ। এই সমস্যার মূল কারণ অবশ্যই সমাধান করতে হবে। এর একটি রাজনৈতিক সমাধান বেড় করা আবশ্যক, এবং বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে তা গ্রহণযোগ্য হতে হবে। যারা শরণার্থীদের অন্তঃপ্রবাহ থামাতে এবং যারা ইতিমধ্যে ঢুকে পড়েছে তাদের ফেরত পাঠাতে চান তাদের অতি সত্বর সমাধানের দিকে এগিয়ে আসা উচিৎ।