ছাতক শহর এখন আমাদের
প্রচণ্ড লড়ায়ের পরে হানাদর সৈন্যরা ছাতক শহর ত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রচণ্ড যুদ্ধের পরে আমাদের মুক্তিবাহিনী সমগ্র ছাতক শহরটি নিজেদের দখলে এনেছে। বাংলাদেশের মানচিত্র সম্বলিত আমাদের জাতীয় পতাকা এখন উড়ছে সেখানে। মরণপণ যুদ্ধ করে শেষে ৫০টারও বেশী রেজাকারের লাশ ফেলে রেখে পালিয়ে গিয়েছে শত্রু সৈন্যরা।-মুক্তিযােদ্ধাদের সঙ্গে এঁটে উঠতে না পেরে কাপুরুষ পাঞ্জাবী সৈন্যরা ছাতক ও সুনামগঞ্জের গ্রামাঞ্চলে চালিয়েছে তাদের ধ্বংস যজ্ঞ। বাড়ীর পর বাড়ী পুড়িয়ে দিচ্ছে। যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে ক্ষ্যাপা কুকুরের মতাে। এদিকে আমাদের মুক্তিযােদ্ধার একটি দল সুনামগঞ্জ শহরের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশঃ। বর্তমানে তারা শহর থেকে মাত্র ৪০ কিলােমিটার উত্তরে রয়েছে। ওদিকে কিন্তু পাকিস্তান রেডিও নির্লজ্জের মতাে মুক্তিযােদ্ধার হাতে নিহত রেজাকার ও পাঞ্জাবীদের হাতে নিহত প্রামবাসীদের লাশগুলােকে দুষ্কৃতিকারীদের মৃতদেহ বলে প্রচার করেছে।
মুক্ত বাংলা ১: ৬
২৫ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯