এ যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ, এ যুদ্ধ মুক্তির যুদ্ধ
ছাতক শহর মুক্ত ২১ অক্টোবর, সপ্তাহব্যাপী প্রচণ্ড যুদ্ধের পর সিলেটের ছাতক শহর অবশেষে জঙ্গীবাহির লেলিয়ে দেওয়া বর্বর সৈন্যবাহিনী থেকে মুক্ত হল। ঘটনার বিবরণে প্রকাশ, সিলেটের ছাতক শহর পাকসৈন্য অবরুদ্ধ হয়েছিল অনেকদিন থেকে । অবশেষে দুর্বার মুক্তি বাহিনী এখানে আক্রমণ চালায়। সাতদিন ধরে দিন রাত সমানে যুদ্ধ চলে। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে পাক সৈন্যরা মরিয়া হয়ে বিমান বাহিনীর সাহায্য নেয় অনবরত বিমান থেকে বােমা বর্ষণ চলে। কিন্তু এত করেও বাংলার বিপ্লবীদের ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে পাক সৈন্যরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ছাতক শহর থেকে। এখানের যুদ্ধে মুক্তি বাহিনী ৫০ জনের অধিক খান সেনা নিহত করেছে। বহুসংখ্যক আহত হয়েছে। বর্তমানে ছাতক শহর সম্পূর্ণ মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণে আশাকরা যাচ্ছে কিছুদিনের মধ্যে সিলেট শহর থেকেও অসম সাহসী মুক্তি যােদ্ধারা পাক সৈন্য বিতাড়িত করতে সক্ষম হবে।
বিপ্লবী বাংলাদেশ ১১০ ৪
২৪ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯