বঙ্গবন্ধু নৌবহরে আলােচনা সভা
২৩শে অক্টোবর, বাংলাদেশের ৯নং সেক্টরের কোন একস্থানে বঙ্গবন্ধু নৌবহর নং ১ এর একটি নৌযানে এক আলােচনা সভার আয়ােজন করেন। এই আলােচনায় বাংলাদেশের জনপ্রতিনিধিগণ, সরকারের উচ্চতম পদের কর্মচারীগণ এবং মুক্তিবাহিনীর অধিনায়কগণ অংশগ্রহণ করে, অতিথীবৃন্দ ৯ নং সেক্টরের মুক্তিযােদ্ধাদের ভূয়সী প্রসংশা করেন। অতিথীগণ বঙ্গবন্ধু নৌবহর নং ১ পরিদর্শন করেন। ‘ প্রকাশ থাকে যে এই সকল নৌযান ৯নং সেক্টরের মুক্তিযােদ্ধারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল হতে পাক হানাদারদের কাছ থেকে ছিনিয়ে এনেছে। এখানে উল্লেখ প্রয়ােজন যে চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষদিকে মুক্তিযােদ্ধারা একখানা বৃহত নৌযান হানাদারদের কাছ থেকে ছিনিয়ে এনে বঙ্গবন্ধু নৌবহরের সাথে যােগ করেছে।
বিপ্লবী বাংলাদেশ । ১; ১০
২৪ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯