অন্ধকারের অতলে ঢাকা শহর
মুক্তি বাহিনীর গেরিলা যােদ্ধারা দখলীকৃত ঢাকা শহরে আরাে ব্যাপক ও জোরদার আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এখানে প্রাপ্ত খবরে প্রকাশ গেরিলা যােদ্ধারা সম্প্রতি ঢাকা শহরের চার পাশের বিদ্যুৎ কেন্দ্রগুলােতে যুগপৎ আক্রমণ চালিয়ে সারা সহর গভীর অন্ধকারের ভিতর ডুবিয়ে দিয়ে হানাদার সৈন্যদের বিব্রত করে ফেলেন। এ আক্রমণে একটি বৈদ্যুতিক সাব ট্রান্সমিশন সেন্টার বিধ্বস্ত করেন এবং একটি গ্যাস লাইন উড়িয়ে দিয়ে সিদ্ধেশ্বরী ও ঘােরাশালের মধে সরবরাহকারী লাইন বিপর্যস্ত করেছেন। এ ছাড়াও ঢাকার সন্নিকটে কাঞ্চনে অবস্থিত একটি পাটকলের বৈদ্যুতিক সাব- ষ্টেশন ধ্বংস করে দিয়েছেন।
জয়বাংলা (১): ১: ২৪
২২ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯