You dont have javascript enabled! Please enable it! অস্ত্র ও গােলাবারুদ চাই - সংগ্রামের নোটবুক

অস্ত্র ও গােলাবারুদ চাই

বৃটিশ কমিউনিষ্ট পাটির রাজনৈতিক কমিটির সদস্য এবং ঐ পার্টির মুখপত্র “মর্নিংস্টার”-এর সহকারী সম্পাদক ওয়েন রাইট বাঙলাদেশের কোন অঞ্চলে পরিভ্রমণ করে বলেছেনঃ বাঙলাদেশের তরুণ যােদ্ধাদের দেখে মনে অনুপ্রেরণার সঞ্চার হয়। তাদের সবচেয়ে বেশী প্রয়ােজন কি একথা জিজ্ঞাসা করলে, ওরা আমাদের উত্তর দিলেন ‘অস্ত্র ও গােলা-বারুদ।’ ওয়েন রাইট আরাে বলেন: বাঙলাদেশের মানুষ একটা স্বতন্ত্র জাতি। তাদের ভাষা, সংস্কৃতি, ভৌগােলিক অবস্থান, অর্থনৈতিক স্বার্থ, সামাজিক মনবিজ্ঞান- সবকিছুই প্রমাণ করে তারা একটি জাতি। ১৯৪৭ সাল থেকে বাঙলীদের উপর দমন পীড়ন অনুষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জয়বাংলা (১) [১: ২৪ 

২২ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯