ঢাকা আর দূরে নয়। মুক্তিবাহিনীর সম্মুখ-আঘাত আসন্ন
(রাজনৈতিক সংবাদদাতা) মুজিবনগর, ২০শে অক্টোবর-এই সংবাদদাতা বিশ্বস্তসূত্রে জানতে পেরেছে, খুব শীঘ্রই মুক্তিবাহিনীর সংগ্রাম কৌশলের পরিবর্তন ঘটছে। প্রথম পর্যায়ে মুক্তি সংগ্রাম প্রধানতঃ গেরিলা পদ্ধতির আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, মুক্তিবাহিনী শীঘ্রই সম্মুখ আক্রমণ … ঢাকা নগরীকে চারদিক থেকে ঘিরে ফেলা। | বর্তমানে সিলেট সেক্টরে যে লড়াই চলেছে, সেই লড়াইএর বেগ প্রচণ্ড। ইতিমধ্যেই মুক্তিবাহিনী ছাতক দখল করে সুনামগঞ্জের দিকে এগিয়ে চলেছে। বিশেষজ্ঞ মহলের ধারণ, মুক্তিবাহিনীর দুর্বার আক্রমণের মুখে শীঘ্রই সিলেটের ও পতন ঘটবে। রংপুর সেক্টর থেকেও সেই একই সংবাদ আসছে। সংবাদে প্রকাশ, মুক্তিবাহিনীর হাতে মার খেয়ে পাক হানাদার ও তাদের দালালরা চিলমারি ছেড়ে পালিয়েছে। কুষ্টিয়া রণাঙ্গণে ও মুক্তিবাহিনী বিজয়ী অভিযান পাক হানাদারদের বুকে তীব্র আঘাত হানছে। এখানকার বিশেষজ্ঞ মহল মনে করেন, বর্ষার জলে, টান ধরলেই মুক্তিবাহিনী চারদিকে ব্যাপক আক্রমণ শুরু করবে। মুক্তিবাহিনী বর্তমানে তার প্রস্তুতিই নিচ্ছে।
মায়ের ডাক ১: ২৪
২২ অক্টোবর ১৯৭১