হিসাব
(বিশেষ প্রতিনিধি) গত মাসে পাক-সামরিক বাহিনীর ২২ জন অফিসার ও চার হাজারের বেশী সৈন্য, রাজাকার ও বদর বাহিনীর লােক নিহত হয়েছে। বাংলাদেশের বীর মুক্তিযােদ্ধারা বিভিন্ন রণাঙ্গনে প্রায় আড়াই হাজার কমাণ্ডে আক্রমণে উক্ত শত্রুদের খতম করেছেন। মুক্তিবাহিনীর সদর দফতরের মাসিক হিসাবে উক্ত তথ্য জানা যায়। প্রাথমিক খবরে জানা যায় যে, গেরিলা যােদ্ধারা ঐ সময়ের মধ্যে ৯৩টি গুরুত্বপূর্ণ সড়ক ও রেলসেতু উড়িয়ে দিয়েছেন এবং ৪৯টি ট্রাক ও জীপ ধ্বংস অথবা অকেজো করে দিয়েছেন। বিভিন্ন স্থানে ৯টি সৈন্যবাহী ট্রেন লাইনচ্যুত করেছেন।
চট্টগ্রাম ও চালনা বন্দরে মুক্তিবাহিনী গেরিলারা ৩টি বড় জাহাজ ও ১ টি ট্যাঙ্কার হয় ডুবিয়ে দিয়েছেন অথবা ক্ষতি করেছেন। সৈন্যবাহী ১টি বড় ষ্টীমার, ১১টি লঞ্চ ও কয়েকটি গানবােটের ক্ষতি করা হয়েছে অথবা অকেজো করে দেয়া হয়েছে। এই সব অপারেশনের সময় মুক্তিবাহিনী ৯১৮টি রাইফেল সহ প্রচুর পরিমাণে গােলাবারুদ হানাদার বাহিনীর কাছ থেকে দখল করতে সক্ষম হয়েছেন।
স্বদেশ ১: ৪ ৫
২১ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯