বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আরাে দুটি পাক অস্ত্রবাহী জাহাজ নিমজ্জিত
বাংলাদেশে নৌবাহিনী চট্টগ্রামের নিকট পাক সৈন্যের জন্যে অস্ত্রশস্ত্র বহনকারী দুটি বড় জাহাজ ডুবিয়ে দিয়েছে। এই দুটি জাহাজের মধ্যে একটি পাকিস্তানী জাহাজ, নাম ‘নাসিম’ । এতে দুটি ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল। অপর জাহাজটি গ্রীসের, নাম ‘এলডােস’। এদিকে গত ১৪ই এবং ১৫ই অক্টোবর মুক্তিবাহিনী কুষ্টিয়া, যশাের এবং খুলনা সেক্টরে মহেশকুণ্ডি, বাগজ্যোতি, সুত্রিয়া, রামকৃষ্ণপুর এবং সৈয়দপুরে ৪০ জনের ও বেশী পাক সৈন্য খতম করেছে এবং অন্ততঃ দশজনকে আহত করেছে। গত ১১ই অক্টোবর কুমিল্লা জেলার চাঁদপুর এবং বুড়িচং এ আর একটি আক্রমণেও কিছুসংখ্যক পাক সৈন্য নিহত হয়েছে। গত ৯ই অক্টোবর কুমিল্লা জেলার সাদেকপুরের নিকট বাংলাদেশ গেরিলাদের আকস্মিক আক্রমণে পাক বাহিনীর একজন ক্যাস্টন এবং ২২ জন সৈন্য নিহত হয়েছে।
স্বদেশ । ১ ৪
২১ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯