মুক্তি ফৌজের বিরাট সাফল্য
রৌমারী ১৮ই অক্টোবরআমাদের বিশেষ প্রতিনিধি পরিবেশিত সংবাদ প্রকাশ গত ১৬ই অক্টোবর আমাদের মুক্তি বাহিনীর বীর জোয়ানরা চিলমারী আক্রমণ করে এক বিরাট সাফল্য অর্জন করেন এবং অতি অল্প সংখ্যাক ফৌজ দিয়ে এক বিরাট বাহিনীকে পরাজয়ের এক অভূতপূর্ব রন নৈপুণ্য ও কৃতিত্বের পরিচয় দান করে। বিজয়ী রনবীরদের পরিচালক মেজর আবু তাহেরকে অদ্যকার যুদ্ধের ফলাফল সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি সদ্য পথ শ্রান্ত মুখে এক অনাবিল হাসির ক্ষীণরেখা টেনে একটু দূরে অবস্থিত এক বিরাট জনতার দিকে অঙ্গুলি নির্দেশ করেন। তার নির্বাক উত্তর ও নির্দেশানুযায়ী হাজার হাজার লােকের অবিন্নস্ত জনতার মাঝখান দিয়ে জনতার কেন্দ্র বিন্দু পর্যন্ত অগ্রসর হয়ে যা দেখা গেল তা রনাঙ্গন সংবাদ’ কোলামে পড়ুন
অগ্রদূত।১: ৮।
২০ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯