You dont have javascript enabled! Please enable it! 1971.10.20 | চিলমারী আক্রমণের প্রতিক্রিয়া রেীমারী৷ ১৯ শে অক্টোবর - সংগ্রামের নোটবুক

চিলমারী আক্রমণের প্রতিক্রিয়া রেীমারী৷ ১৯ শে অক্টোবর

[জনৈক প্রত্যক্ষদর্শী বর্ণিত গত ১৬ই অক্টোবর মুক্তি বাহিনী কর্তৃক চিলমারী আক্রমণের প্রতিক্রিয়া স্বরূপ পাক কর্তৃপক্ষ প্রায় তিন চার শত পাক সেনাকে এই অঞ্চলে প্রেরণ করে এবং তারা নির্বিচারে অধিকৃত অঞ্চলের (চিলমারী থানার) নিরিহ জন সাধারণকে হত্যা করে চলেছে ও তাদের জিনিস পত্র লুট পাট করতঃ বাড়ীঘর পুড়িয়ে দিতেছে। বর্ণনায় আরও প্রকাশ যে বর্বর পাক সেনারা বহুসংখক শিশুকে বেটয়নের খোঁচায় হত্যা করে এবং জলন্ত আগুনে নিক্ষেপ করে পৈশাচিক আনন্দ উপভােগ করতেছে।

অগ্রদূত। ১। ৮।

২০ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯