You dont have javascript enabled! Please enable it!

গেরিলাদের অব্যর্থ গুলিতে মােনেম খা খতম

(নিজস্ব বার্তা পরিবেশক) জল্লাদ ইয়াহিয়ার পূর্বসূরী আইয়ুবের কুখ্যাত সহচর মােনায়েম খাঁ মুক্তিযােদ্ধাদের অব্যর্থ গুলিতে খতম হইয়াছে। গত ১৩ই অক্টোবর মােনায়েম খাঁ ঢাকায় গুলিবিদ্ধ হয়। পরে তাহাকে হাসপাতালে স্থানান্তরিত করা হইলে সেখানেই তাহার মৃত্যু ঘটে। মােনায়েম খা ১৯৬৪ সাল হইতে ১৯৬৯ সালের মার্চ মাস পর্যন্ত তদানীন্তন পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে আইয়ুবের সকল দুষ্কর্মের সাথী ছিল। ফলে সে বাঙালীদের তীব্র ঘৃণার পাত্রে পরিণত হয়। গভর্নরের পদ হইতে অপসারিত হওয়ার পরও মােনায়েম খাঁর পত্রে প্রকাশ্যে চলাফেরা কিম্বা জনসমাজে মেলামেশা করা সম্ভব ছিল না। ইয়াহিয়া খাঁর আমলে সে পুনরায় মাথা চাড়া দিয়া ওঠার চেষ্টা করে। | ২৫শে মার্চের পর সে জল্লাদ ইয়াহিয়া চক্রের দালালিতে আত্মনিয়ােগ করিয়াছিল। কিন্তু বাংলাদেশের বীর স্বাধীনতা সংগ্রামীরা তাহার মীরজাফরীর উচিত সাজা দিয়াছে। মােনায়েম খাঁর মৃত্যুতে একটিও হৃদয় মলিন করিয়া দীর্ঘশ্বাস পড়িবে না বাঙলাদেশের একটি চোখও অশ্রু সজল হইয়া উঠিবে না।

মুক্তিযুদ্ধ ও ১ : ১৫

১৭ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!