এবারের রক্ত স্বাধীনতার রক্ত
-সৈয়দ নজরুল ইসলাম। ১৩ই অক্টোবর, বাংলাদেশের উত্তর খণ্ডের কোন এক মুক্তাঞ্চলে এক প্রশিক্ষণ কেন্দ্রে নব প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযােদ্ধাদের এক কুচকাওয়াজে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, এবারের রক্ত স্বাধীনতার রক্ত। লক্ষ্য লক্ষ্য মানুষের রক্ত বৃথা যেতে পারে না। বাংলাদেশ শত্রুমুক্ত হবেই, মুক্তিযােদ্ধাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযােদ্ধারা বাঙালী জাতির মেরুদণ্ড। এই কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মদ এবং কর্ণেল ওসমানীও উপস্থিত ছিলেন।
বিপ্লবী বাংলাদেশ ১ : ৯
১৭ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯