You dont have javascript enabled! Please enable it!

শিরোনামঃ জাতিসংঘ মিশন উঠে যেতে পারে
সংবাদপত্রঃ বাংলাদেশ ভলিউম ১ নং ১২
তারিখঃ ১৯ নভেম্বর, ১৯৭১

“জাতিসংঘের মিশন প্রত্যাহার হতে পারে”

ঢাকা, ১০ নভেম্বরঃ বাংলাদেশে জাতিসংঘের জরুরি মিশনের প্রধান শীঘ্রই একটি প্রতিবেদন সহ নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে যেখানে বলা হয়েছে যুদ্ধের ক্রমবর্ধমান হার সেখানে মিশনের কার্যক্রম পরিচালনা অসম্ভব করে তোলার হুমকি দিচ্ছে- বালটিমোর সান, নভেম্বর ১১ এর রিপোর্ট।

বাংলাদেশে মিশনের প্রধান ও জাতিসংঘের সহকারী মহাসচিব পল মার্ক-হেনরি স্বাধীন এলাকার পৌছাতে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। অনেক বিদেশী সংবাদদাতা তাদের প্রতিবেদনে বলেছেন, কমপক্ষে বাংলাদেশের এক চতুর্থাংশ অঞ্চল এখন বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রনে আছে। ঢাকা থেকে বালটিমোর সানের প্রতিবেদক জন উডরাফ জানিয়েছেন, আশা করা হচ্ছে মার্ক হেনরি মহাসচিব ইউ থান্ডের কাছে সরাসরি প্রতিবেদন পেশ করবেন যে, মুক্ত অঞ্চলগুলোতে নতুনভাবে প্রস্তুতি গ্রহন ছাড়া পৌছানো অসম্ভব, বাংলাদেশ সরকারের অনুমতিও যে প্রস্তুতির অংশ।

দ্য সান এর প্রতিবেদক উডরফ আরও চিহ্নিত করেছেন যে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানী জেনারেলরা এখনও জাতিসংঘ মিশনকে জনগণের কাছে সরাসরি খাবার পৌছে দেয়ার অনুমতি দানে রাজি হয় নি।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!