You dont have javascript enabled! Please enable it!

শিরোনামঃ বাংলাদশে লবী
সংবাদপত্রঃ বাংলাদেশ টুডে ভলিউম ১ নং ২
তারিখঃ ১৫ সেপ্টেম্বর ১৯৭১
বাংলাদেশের জন্য প্রচারণা

বাংলাদেশের পক্ষে বিশ্ব সমর্থন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যস্থ বাংলাদেশ স্টিয়ারিং কমিটি ইউরোপ ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত নানা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করছে।
প্যারিসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ৫৯ তম সম্মেলনে স্টুডেন্ট একশন কমিটির মোঃ হোসেন, নজরুল ইসলাম এবং ডঃ এইচএমপ্রামানিক-এর একটি দল অংশ গ্রহন করে। সম্মেলনে উপস্থিত ৭৭ টি দেশের ৭০০ জন প্রতিনিধিদের মাঝে তারা সফলভাবে প্রচারণা চালাতে সক্ষম হন।
অন্যদিকে ব্ল্যাকপুল-এ অনুষ্ঠিত টিইউসি এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহন করেন জাকারিয়া চৌধুরী,সুলতান শরীফ ও সুরাইয়া খানম। এই সমে¥লনের ফলাফল ও অভাবনীয়।
এই দলটিই এখন ব্রিটিশ লিবারেল পার্টির বার্ষিক সম্মেলনে অংশগ্রহনের জন্য এখন স্কারবোর্গে অবস্থান করছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!