শিরোনামঃ বাম ফ্রন্টের সমর্থন
সংবাদপত্রঃ বাংলাদেশ নিউজলেটার লন্ডনঃ নং ৮
তারিখঃ ৭ জুলাই, ১৯৭১
খনি শ্রমিকদের সমর্থন ৬ই জুলাই আবের্দিনে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে একটি জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, খনিশ্রমিক সমিতির কার্যনির্বাহক পূর্ব পাকিস্তানের এ অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং মিমাংসায় আসার জন্য একটি আলোচনা বৈঠকের ডাক দিয়েছিলেন।
পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান উভয়ের জনসাধারনের পূর্ণাংগ অভিমত এটাতে থাকা উচিত ছিল যা তাদের সাধারন নির্বাচনের সংকল্প ছিল, সংকল্পটি উত্থাপনকারী সংঘের সাধারন সচিব মি লরেন্স ডেলিও বলেছিলেন, ‘আমরা শেখ মুজিবুর রহমান সহ বাকি রাজনৈতিক কয়েদিদের ভাগ্য সম্পর্কে চিন্তা রাখি।’
এটা ব্রিটিশ সরকারকে প্ররোচিত করেছিল সকল লড়াই এবং সামরিক মধ্যবর্ত্তিতার একটি দ্রুত সমাপ্তির জন্য পাকিস্তান সরকারকে প্রভাবিত করতে।