শিরনামঃ বাংলাদেশের অভ্যন্তরে
সংবাদপত্রঃ বাংলাদেশ ভলিউম ১ নং ৫
তারিখঃ ২৮ জুলাই ১৯৭১
বাংলাদেশের অভ্যন্তরে গ্যাস্টাপো কায়দায় জিজ্ঞাসাবাদ
পশ্চিম পাকিস্তান দখলদার বাহিনী বাংলাদেশে নতুন রাজত্ব অথবা গ্যাস্টাপো আইন শুরু করেছে।ফ্যাসিবাদী কৌশলগুলোর একটি হচ্ছে সকল বাঙালি বেসামরিক কর্মকর্তাদের জন্য একটি প্রশ্নমালা জারি করা যা মূলত একটি সরাসরি হুমকি। কিছু প্রশ্ন নিম্নে উল্লেখ করা হলো এবং সন্দেহ নেই যে,সেনাবাহিনী শুধু সে উত্তরগুলো চায় যা পাকিস্তানের প্রোপাগান্ডা মূলক প্রচার কার্যক্রমকে তুলে ধরে।
১আওয়ামীলীগের ছয় দফার মধ্যে কোন কোন দফাগুলো আপনি সমর্থন করেন? আপনার উত্তরের জন্য যুক্তি দিন।
২কি অবস্থা হতো যদি আওয়ামীলীগ ক্ষমতায় আসতো?
৩পাকিস্তানের কোন রাজনৈতিক নেতাকে আপনি সবচেয়ে বেশী সম্মান করেন এবং কেন আপনি তার দলের কর্মসূচি সমর্থন করেন?
৪আওয়ামীলীগের দ্বারা পরিচালিত অসহযোগ আন্দোলনে কি আপনি যোগ দিয়েছিলেন? আপনি এটি স্বেচ্ছায় নাকি ভয়ের কারণে করেছিলেন?
৫আওয়ামীলীগ নেতা ও অন্যান্য দলগুলোর মধ্যে সংলাপ ব্যর্থ হয়েছিলো কেনো?
৬পাকিস্তানের জন্য আপনি কোন সরকার ব্যবস্থা (সংসদীয় বা রাষ্ট্রপতি) উপযুক্ত মনে করেন এবং কেন?
৭আপনার উর্ধ্বতন এবং জুনিয়র কর্মকর্তা যারা আওয়ামীলীগ সমর্থন করেন তাদের নাম দিন।
৮ আপনি আওয়ামীলীগের তহবিলে স্বাক্ষর করেছিলেন? যদি করে থাকেন তবে সেটি নগদে কিনা এবং সেটি আপনি স্বেচ্ছায় অথবা জোরপূর্বক দিয়েছিলেন কিনা এবং সেটি কোন ব্যাংকে জমা রাখা হয়েছিলো?