শিরোনামঃ প্রশাসনিক কাজ শুরুর দ্বিতীয় পদক্ষেপ
সংবাদপত্রঃ রণাঙ্গন
তারিখঃ ৩০ অক্টোবর, ১৯৭১
বাংলাদেশের বিস্তির্ণ এলাকায়
প্রশাসনিক কাজ শুরুর ২য় পদক্ষেপ
বাংলাদেশের বিভিন্ন মুক্তাঞ্চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাজ পুরাদমে চলছে। রংপুর জেলার পাটগ্রাম ও হাতিবান্দার বিস্তীর্ণ এলাকায় তার যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে এবং সরকারী কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। এই বিস্তীর্ণ এলাকায় জনসাধারণ বাংলাদেশ সরকারের কর, খাজনা ইত্যাদি পারিশোধ করেছেন।
এই এলাকায় প্রশাসনিক কাজ চালুর দ্বিতীয় পদক্ষেপস্বরুপ সরকার ১ টি হাই স্কুল ও ১৩ টি অবৈত্নিক প্রাথমিক বিধ্যালয় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া শেখার জন্য স্কুলসমূহ খুলে নিয়মীত ক্লাশে যোগদান করে বলে খবর পাওয়া গেছে।
সত্বর এখানে কয়েকটি ডাকঘর প্রতিষ্টা করা হবে বলেও খবরে প্রকাশ।