সংবাদপত্রঃ অগ্রদূত ১ম বর্ষঃ ১৪শ সংখ্যা
তারিখঃ ১লা ডিসেম্বর
নজিম খাঁ হাই স্কুলের হেড মাষ্টার
মিঃ শাহ আলমের মৃত্যুদণ্ড
উলিপুর ৩০শে নভেম্বর
আমাদের উলিপুর প্রতিনিধি পরিবেশিত সংবাদে প্রকাশ নজিম খাঁ ইউনিয়নের আওয়ামীলীগ সংসদের সেক্রেটারী ও নজিম খাঁ হাই স্কুলের মাষ্টার মিঃ আলিমকে গত ২৭শে নভেম্বর রাজাকার বাহিনীর লোকেরা ধৃত করে পাক সেনাদের হস্তে অর্পণ করলে তারা এই বিশিষ্ট আওয়ামীলীগ কর্মী ও প্রখ্যাত শিক্ষাবিদকে নির্মমভাবে গুলিকরে হত্যা করে।ঐ দিবসেই এই অঞ্চলের আরও সাতজন আওয়ামীলীগ কর্মীকে হত্যা করা হয়।
স্বদেশপ্রেমের অপরাধে যুবক মিঃ আলমের মৃত্যুদণ্ডে এই অঞ্চলের লোকজনের মধ্যে অত্যন্ত ত্রাসের সঞ্চার হয়েছে।বাংলাদেশের লক্ষ লক্ষ দেশপ্রেমিক শহীদের আত্মার সঙ্গে আমাদের সহ কর্মী মিঃ আলমের আত্মার শান্তি আমরা কামনা করি।