You dont have javascript enabled! Please enable it! 1971.10.20 | স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলের পৌর সংস্থাগুলি পুনর্বিন্যাস | অগ্রদূত - সংগ্রামের নোটবুক
শিরোনাম সংবাদপত্র তারিখ
মুক্ত অঞ্চলের পৌর সংস্থাগুলি পুনর্বিন্যাস

রৌমারী, ১৯ শে অক্টোবর

 

অগ্রদূত

১ম বর্ষঃ ৮ম সংখ্যা

২০ অক্টোবর , ১৯৭১

স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলের
পৌর সংস্থাগুলি পুনর্বিন্যাস
রৌমারী, ১৯ শে অক্টোবর
(জোনাল অফিস সূত্র)

স্বাধীন বাংলার মুক্ত অঞ্চল রৌমারী থানার ইউনিয়নের পূর্ব পৌর সংস্থাগুলিকে ভেঙ্গে দিয়ে উহার পুনর্বিন্যাস সাধনকল্পে বাংলাদেশ সরকার সামরিকভাবে ( সাময়িকভাবে ?) নিন্মলিখিত প্রভাবশালী আওয়ামী লীগ কর্মীকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছেন বলে সংবাদ প্রকাশ-
১) মিঃ আবদুল জলিল- দাতভাঙ্গা ইউনিয়ন
২) মিঃ দিদার হোসেন মোল্লা- শৌলমারী ইউনিয়ন
৩) মিঃ এবাদুল্যা মণ্ডল- বন্দবেড় “
৪) মিঃ নওশের আলী আকন্দ- রৌমারী “
৫) মিঃ মতিয়ার রহমান- যাদুরচর “
৬) মিঃ ছলিম উদ্দিন- রাজিবপুর “

প্রকাশ যে মিঃ এবাদুল্যা মণ্ডল ও মিঃ ছলিম উদ্দিন এর পূর্বেও চেয়ারম্যান ছিলেন। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে সভ্যকে মনোনীত করা হয়েছে। এইসব মনোনীত চেয়ারম্যান ও সভ্য মহোদয়গণ অতিশীঘ্র বাংলাদেশ সরকারের কার্যে সহায়ত করার জন্য ও স্থানীয় পৌর সমস্যা সমাধানের জন্য শপথ গ্রহণ করেছেন বলে প্রকাশ।