You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সংবাদ পত্র তারিখ
বাংলাদেশের সমর্থনে মহামান্য পোপ,

মাওলানা মাদানী, মাওলানা মোহাম্মদ তাহের

মুক্ত বাংলা

১ম বর্ষ ঃ ৩য় সংখ্যা

০৪ অক্টোবর ১৯৭১

বাংলাদেশের সমর্থনে মহামান্য পোপ,
মাওলানা মাদানী, মাওলানা মোহাম্মদ তাহের

বাংলাদেশের সাড়ে সাতকোটি মানুষের মুক্তিসংগ্রামে সমর্থন জানিয়েছেন ক্রীশ্চান জগতের ক্যাথলিক শাখার ধর্মগুরু মহামান্য পোপ পল। জমিয়তে উলামায়ে হিন্দের নেতা জনাব মাওলানা আসাদ মাদানী ও জনাব মাওলানা মোহাম্মদ তাহের। সম্প্রতি পশ্চিমম বঙ্গ জমিয়তে উলামায়ে হিন্দের কনভেনসনে অভ্যর্থনা সমিতির সভাপতির ভাষণে করিমগন্জের সুসন্তান মাওলানা মোহাম্মদ তাহের বলেছেন, ইহাহিয়া খান ও তার মীরজাফর গোষ্ঠী বাংলাদেশের যে ব্যাপক গণহত্যা, নারী ধর্ষন, শোষন ও লুন্ঠন চালাচ্ছেন ইসলাম ধর্মে তার কোন স্থান নেই। আমাদের মহানবী (দঃ) স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ‘যে রাষ্ট্রনায়ক বা সরকার প্রজা সাধারনের কল্যানের চেষ্টা করেনা, তার ন্যায্য অধিকার হরন করে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, নিশ্চয় তার স্থান হাবিয়া দোযখ ‘। সপ্ত দোযখের মধ্যে সবচেয়ে ভয়াবহ দোযখটার নামই হচ্ছে হাবিয়া। মাওলানা সাহেব আরো বলেন ‘ জালেম রাষ্ট্র নায়কের সামনে সত্যকথা ঘোষণা করা শ্রেষ্টতম জিহাদ এবং নিজেদের প্রাণ, ধন, মান রক্ষার জন্য যে নিহত হয় তাঁর মৃত্যু শহীদের মৃত্যু।

————-