শিরোনামঃ ১৭৫। ক্ষতিগ্রস্থ লোকদের জন্য যশোর সদর মহকুমা প্রশাসনের অনুদান মঞ্জুরী সভার একটি কার্যবিবরণী
সূত্রঃ সরকারী দলিলপত্র
তারিখঃ ২৭ আগষ্ট, ১৯৭১
.
যশোর সদরের সাব ডিভিশনাল অফিসারের চেম্বারের ২৮ শে আগস্ট সকাল ১০ টায় মঞ্জুরী সভার একটি কার্যবিবরনীতে বিগত বিশৃংখলায় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত লোকদের অনুদান প্রদানের জন্য বরাদ্দ কমিটিতে জনাব মোঃ মুসা, সাব ডিভিশনাল অফিসার, সদর ও চেয়ারম্যান বরাদ্দ সভাপতিত্ব করেন।
উপস্থিত
জনাস সৈয়দ শামসুর রহমান, চেয়ারম্যান বিভাগীয় শান্তি কমিটি, যশোর
আমজাদ হোসেন সাবির সম্পাদক, বিভাগীয় শান্তি কমিটি, যশোর
এস কে আবদুল্লাহ ম্যাজিস্ট্রেট সদস্য-সচিব
মোঃ মাসুদুর রহমান সম্পাদক নগর শান্তি কমিটি, যশোর
মো কামরুদ্দিন চেয়ারম্যান নগর শান্তি কমিটি
অফিস এ পর্যন্ত ৮৬৪ টি দরখাস্ত পেয়েছে।(গৃহ নির্মান অনুদান, কারিগরী অনুদান, নগদ আর্থিক অনুদান) । এছাড়াও প্রায় প্রতিদিনই অফিসে আবেদন গ্রহন করছে। ৮৬৪ টা আবেদনের মধ্যে ক্ষয় ক্ষতির পরিমান মুল্য নিরুপন করা হয়। আমাদের নিষ্পত্তিতে নিম্নলিখিত শতকরা এবং আক্রান্ত মানুষদের নিরূপিত ক্ষতি/ হানির সীমাবদ্ধতার ভিত্তিতে আবেদনসংখ্যা এবং সরকারী অনুদান বিবেচনা করে অনুদান বরাদ্দ করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।
ক্ষয় ক্ষতির পরিমান স্থির শতাংশ সর্বনিম্ন সর্বোচ্চ
ক) ভুমি নির্মান অনুদান ১।সর্বোচ্চ রুপি ৩০০/= ৮.০০% ১৫০/- রুপি ২৪০/- রূপী
খ) কারিগরি অনুদান ২। রুপী ৩০০০/-থেকে রুপী ৫০০০/- ৬.০০% ২৪৬/- রুপী ৩০০/- রুপী
৩। রুপী ৫০০/- থেকে উপরে ৫.০০% ৩১০/- রুপী ৫০০/- রুপী
গ) নগদ অনুদান ১। সর্বোচ্চ রুপি ৫০০০/- ৩.০০% ১০০/-রুপী ১৫০/- রুপী
২। রুপী ৫০০/- এবং এর উপরে ২.০০% ১৫৫/-রুপী ৫০০ রুপী/-
ঘ) পরিবারে উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে নগদ সাদারন ত্রান নগদান প্রতি পরিবারে দেয়া হবে।
ঙ)এছাড়াও এটি নির্ণীত যে একজন সদস্য- সচিব দ্বারা নিজ ওয়ার্ড/ মহল্লা/ এলাকার শান্তি কমিটির একজন সদস্য কর্তৃক যথাসথভাবে শনাক্তকৃত অনুদানপ্রাপ্তদের অর্থ প্রদান করা হবে।
চ) এটাও সিদ্ধান্ত নেয়া হয় যে, গোলমালে ক্ষতি গ্রস্ত প্রতিটা পরিবারের জন্য সর্বোচ্চ নগদান অনুদান তিনটি উদ্দেশ্যর জন্য এবং ৫০০ টাকার বেশি নয় যা সরকারী আদেশ মেমো নং; সেকশন ১১১৮২২ (১০)অনুযায়ি ৭ই আগস্ট ১৯৭১ তারিখে ত্রান ও পূনর্বাসন বিভাগ ঢাকা কর্তৃক জারি কৃত। ।
এসডি/- মোঃ মুসা ২৮.০৭.৭১
চেয়ারম্যান, বন্দোনস্ত কমিটি
এবং
সাব ডিভিশনাল অফিসার, সদর যশোর
মেমো নং
পাঠিয়ে দেয়া অনুলিপি তারিখ ২৮শে আগষ্ট ১৯৭১
সহকারী . উপ- প্রশাসক , সামরিক আইন প্রশাসন , যশোর .
জেলা প্রশাসক , যশোর
অতিরিক্ত জেলা প্রশাষক যশোর
আপানাদের জ্ঞ্যাতার্থের অথ্য অনুগ্রহে