You dont have javascript enabled! Please enable it! 1971.08.10 | ঢাকা শহরে অবস্থানরত চাকুরিজীবিদের শিক্ষার্থী সন্তানদের সম্পর্কে তথ্যানুসন্ধান | সরকারী দলিলপত্র উদ্ধৃতঃ এন এক্সপেরিয়েন্স - প্রাগুক্ত - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
১৬৯। ঢাকা শহরে অবস্থানরত চাকুরিজীবিদের শিক্ষার্থী সন্তানদের সম্পর্কে তথ্যানুসন্ধান সরকারী দলিলপত্র উদ্ধৃতঃ এন এক্সপেরিয়েন্স – প্রাগুক্ত ১০ আগস্ট ১৯৭১

গোপনীয়
পাকিস্তান সরকার
চাকুরি ও সাধারন প্রশাসন বিভাগ
সাধারণ প্রশাসন শাখা
সেকশন – ৪
নং- গ.৪/২৪৬/৭১/৬৬৩(৩৫) তারিখ: ঢাকা, ১০/০৮/১৯৭১ খ্রিঃ

প্রেরক: এ. এম. এফ. রহমান এস. কে.
অতিরিক্ত মুখ্যসচিব
পূর্ব পাকিস্তান সরকার।
প্রাপক:
এই মর্মে ঢাকা শহরে র্প্বূ পাকিস্তান সরকারের অধীনে এবং সকল স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীদের সন্তান সম্পর্কে নি¤œলিখিত তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে;-
ক. সন্তানের নাম ও বয়স
খ. যে স্কুল/কলেজে পড়ালেখা করছে
গ. ক্লাসে যায় কিনা? যদি না যায়, তাহলে কেন?
ঘ. যে স্থানে পড়ালেখা করছে
২. প্রশাসনিক ডেপুটির প্রধান তার প্রশাসনিক অঞ্চলের অধীন সকল সরকারী ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সন্তানের যাচিত তথ্যাদি সংগ্রহ করবেন। প্রাপ্ত তথ্যাদি অত্র বিভাগ কর্তৃক সংকলিত হবে এবং এদের একীভূত কপি পূর্ব পাকিস্তান সরকারের মূখ্য সচিব বরাবরে পেশ করা হবে।
৩. বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, কালেক্টরেট এবং সাব-ডিভিশন কর্মকর্তার কার্যালয়, ঢাকা সদর দক্ষিণ ও ঢাকা সদর উত্তর সাব- ডিভিশনে যে সকল কর্মচারী কর্মরত আছেন তাদের তথ্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এবং সাব- ডিভিশন কর্মকর্তাদের দ্বারা সংগৃহীত হবে এবং তারা এটি সংকলিত করার পর তা রাজস্ব বোর্ডে পাঠাবেন। রাজস্ব বোর্ড বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এবং দুটি সাব- ডিভিশন কর্মকর্তাদের পাঠানো সংকলিত তথ্য একীভূত করে মূখ্য সচিবের নিকট প্রেরণ করবেন।
৪. প্রতিবেদনের তথ্যগুলি এইচকিউ, এম.এল.এ জোন বি ‘তে পাঠানো হবে বিধায় বিষয়টি অতীব জরুরী বিবেচ্য।
(স্বাক্ষরিত, ১০/০৮/৭১)
এ. এম. এফ. রহমান
অতিরিক্ত মূখ্যসচিব