শিরোনাম | সূত্র | তারিখ |
১৬২। পাকিস্তান বিষয়ক একাডেমী অর্ডিন্যান্স | দৈনিক পাকিস্তান | ১৮ জুলাই, ১৯৭১ |
বিএনআর-এর বদলে নয়া সংস্থা
পূর্ব পাকিস্তানের গভর্ণর লেঃ জেঃ টিক্কা খান ১৯৭১ সালের পাকিস্তান বিষয়ক একাডেমী অর্ডিন্যান্স নামে একটি অর্ডিন্যান্স জারী করেছেন বলে এক সরকারী প্রেসনোটে জানানো হয়েছে।
অর্ডিন্যান্সের বিধান অনুযায়ী জাতীয় পুনর্গঠন ব্যুরো ভেঙ্গে দিয়ে তার পরিবর্তে পাকিস্তান বিষয়ক একাডেমী আর এইট সংস্থা চালু করা হবে। একাডেমী বিশেষ করে পাকিস্তান প্রতিষ্ঠার পটভূমি এবং সাধারণভাবে পাকিস্তান সংক্রান্ত বিষয়ে অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত থাকবে। এছাড়া একাডেমী পূর্ব পাকিস্তানের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নাদি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি সংক্রান্ত তথ্য প্রকাশনার দায়িত্বও গ্রহণ করবে।
পনরজন সরকারী ও বেসরকারী সদস্য সমন্বয়ে গঠিত একটি বোর্ডের উপর এই একাডেমীর ব্যবস্থাপনার দায়িত্বভার ন্যস্ত থাকবে। বোর্ড একাডেমীর কর্তব্য পালনের নীতি নির্ধারণ করবে। ৫ জন সদস্য নিয়ে গঠিত কার্যনির্বাহক কমিটি দৈনন্দিন কাজ সম্পাদন করবে। এই ৫ জন সদস্য বোর্ডেরও সদস্য থাকবেন। বিলুপ্ত জাতীয় পুনর্গঠন ব্যুরোর ডিরেক্টর জনাব হাসান জামানকে নব স্থাপিত একাডেমী ফর পাকিস্তান এফেয়ার্স এর ডিরেক্টর নিয়োগ করা হয়েছে।