You dont have javascript enabled! Please enable it!

শিরোনামঃ ১৫৬। বিশ্ববিদ্যালয় শিক্ষা পুনর্বিন্যাস কমিটি গঠন
সুত্রঃ পূর্বদেশ
তারিখঃ ৩০শে মে, ১৯৭১

ভার্সিটির শিক্ষা পুনর্বিন্যাস কমিটি গঠন
ঢাকা ২৯শে মে (এপিপি)। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষাকে পুনর্বিন্যাস করার জন্য গভর্ণর নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেছেনঃ-
ডঃ সাজ্জাদ হুসাইন, ভাইস-চ্যালেন্সর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডঃ হাসান জামান, ডিরেক্টর, জাতীয় পুনর্গঠন ব্যুরো, ডঃ মোহর আলী, সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব এ,এফ,এম, আবদুর রহমান, সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডঃ আবদুল বারী, সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডঃ মকবুল হোসেন, সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ডঃ সাইফুদ্দিন জোয়ারদার, সদস্য, রাজশাহী বিশবিদ্যালয়।
কমিটি নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে সুপারিশ করবেনঃ-
(১) বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস।
(২) সিলেবাসকে জাতীয় চেতনায় উদ্ধুদ্ধ করে তোলার জন্য ইহার সংশোধন এবং
(৩) উপরোক্ত ব্যবস্থাগুলো বাস্তবায়নের ব্যাপারে সুবিধাজনক অন্যান্য সুপারিশ।
১৯৭১ সালের ৩১শে আগস্টের আগেই কমিটিকে ইহার রিপোর্ট সরকারের কাছে পেশ করতে হবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!