You dont have javascript enabled! Please enable it!

 

শিরোনাম সূত্র তারিখ
১৫১। পূর্ব পাক সরকারের প্রধান সচিবের কাছে বেসামরিক বিষয়ক সামরিক কর্মকর্তা রাও ফরমান আলীর চিঠি সরকারী দলিলপত্রঃ উদ্ধৃতঃ ‘এক্সপেরিয়েন্স অব এন এক্সাইল এট হোম’- মফিজুলাহ কবীর ডিসেঃ ১৯৭২ ৭ মে, ১৯৭১

সদর দপ্তর এমএলএ জোন `বি’
বেসামরিক বিষয়ক(সিভিল অ্যাফেয়ার্স)
গভর্নর হাউস
ঢাকা (পূর্ব পাকিস্তান )

নং-২৯০/আর/এ৭৯৪। ৭মে, ১৯৭১

প্রতি
প্রধান সচিব
পূর্ব পাকিস্তান সরকার,
ইডেন বিল্ডিংস, ঢাকা।

লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন বিভাগ ও অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত সংস্থার প্রধানগন তাদের দেয়া বেতার আলোচনায় অধিকাংশ ক্ষেত্রে অতীতের অর্জন এবং ভবিষ্যৎ অভিপ্রায় তুলে ধরছেন এবং বর্তমান পরিস্থিতি সম্মন্ধে খুব সামান্যই উল্লেখ করছেন।

তাদের অবহিত করা হচ্ছে যে তারা এ বিষয়ে বাস্তব প্রেক্ষাপটকে গুরুত্ব সহকারে নিবেন এবং সংকট হতে উত্তোরনের জন্যপ্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দিকনির্দেশনা দিবেন, এটাই কাম্য। তাদের বক্তব্যে মাঠ পর্যায়ের জনবলের দায়িত্ব এবং জনসাধারণের সহযোগিতার বিষয়টি যেন জোর দেন।

মেজর জেনারেল
বেসামরিক বিষয়ক সামরিক কর্মকর্তা
(স্বাক্ষরিত/-)রাও ফরমান আলী খান

নং-সিএআইভি/১০৯/৭১-২৮৯ তাং;ঢাকা ১৩মে;১৯৭১

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর নিকট জ্ঞাতার্থে এবং দিক নির্দেশনা প্রদানের জন্য অনুলিপি প্রেরণ করা হলো।

স্বাঃ/-এজেডএম. শামসুল আলম.সিএসপি
উপ-সচিব
পূর্ব পাকিস্তান সরকার.
এসএন্ডজি এ (জি এ) বিভাগ

সংবিভাগঃ
বিভাগীয় প্রধানগন।
স্বায়ত্ত্বশাসিত সংস্থা সমূহের চেয়ারম্যান
অধিদপ্তরের প্রধানগণ
নং.জিএআইভি/১০৯/৭১-২৮৯/১তাং… ১৩/৫/১৯৭১
মেজর জেনারেল, সিভিল অ্যাফেয়ার্স,গভর্নর হাউস ঢাকা এর অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলো।

স্বাঃ (অস্পষ্ট)
উপ-সচিব
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!