শিরোনাম | সূত্র | তারিখ |
১৪৯। ১৪৮ নং সামরিক বিধি জারী | পাকিস্তান অবজারভার | ২৭ এপ্রিল, ১৯৭১ |
১৪৮ নং এমএলও (সামরিক বিধি অধ্যাদেশ) জারী-
সরকারী সম্পত্তির ক্ষতিতে মৃত্যুদন্ডাদেশ
সামরিক আইন প্রশাসক, সদর দপ্তর জোন `বি’ ( ‘খ’ অঞ্চল) হতে জারীকৃত এমএলও বিধি ১৪৮ অনুযায়ী, কোন ব্যক্তি যদি যোগাযোগের মাধ্যমসমূহ, গুরুত্বপূর্ন স্থাপনা অথবা সরকারী সম্পত্তির ক্ষতিসাধন করে তবে তিনি এই ধারায় দন্ডিত হবেন যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড পর্যন্ত হতে পারে। গতকাল এপিপি এই খবর প্রকাশ করে।
এই একই আদেশ (এমআরএল এবং এমএলও এর সংশ্লিষ্ট বিধির অধীনে) যে এলাকায় নাশকতা ঘটবে সেই এলাকার অধিবাসীগনের উপরও বলবৎ হবে।
এমএলও এর ধারা ১৪৮ এর বক্তব্য/আদেশ নিম্নে দেয়া হলো
১। কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি সড়ক রেলপথ, খাল, বিমানঘাঁটি, টেলিগ্রাফ, টেলিফোন, বেতার স্থাপনা বা কোন সরকারী সম্পত্তি সক্রান্ত কোন কার্যে ক্ষতিসাধন করে, বিনষ্ট করে অথবা হস্তক্ষেপ করে তাহলে এমআরএল ১৪ ধারার অধীনে শাস্তিযোগ্য হবেন এবং সর্বোচ্চ মৃত্যুদন্ডে দন্ডিত হবেন।
২। ক্ষতিগ্রস্ত স্থানের অধিবাসীগন কিংবা কোন নির্দিষ্ট ক্ষতিগ্রস্ত স্থান বা স্থানসমূহের অধিবাসীগনও এমএলও জোন `বি'(‘খ’ অঞ্চল) হতে জারীকৃত আদেশ নং ১৩৩ এর সহিত পঠিত এমআরএল ২৫ এর অধীনে সমষ্ঠিগতভাবে এই দন্ডবিধির আওতায় পড়বেন।