You dont have javascript enabled! Please enable it! 1971.12 | স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের সৈন্যক্ষয়ের একটি হিসাব | পাকিস্তান্স ক্রাইসিস অন লিডারশিপ- ফজল মুকিম খান - সংগ্রামের নোটবুক

শিরোনামঃ ১২৯। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের সৈন্যক্ষয়ের একটি হিসাব

সূত্রঃ পাকিস্তান্স ক্রাইসিস অন লিডারশিপ- ফজল মুকিম খান

তারিখঃ ডিসেম্বর ১৯৭১

.

হতাহতের সংক্ষিপ্তসার

পশ্চিম পাকিস্তান-(৩ থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১)

     অফিসার জেসিও  ওআর  সর্বমোট

যুদ্ধে নিহত (শহিদ)   ৬২    ৫২    ১২৯১  ১৪০৫

আহত  ১৩৩   ১২৩   ২৮২২  ৩০৭৮

নিখোঁজ ৪    ২    ১২০   ১২৬

নিখোঁজ, মৃত বলে ধারণাকৃত    –    ৫    ১২৯   ১৩৪

নিখোঁজ, যুদ্ধবন্দী ধারণাকৃত     ৩    ৭    ২০৫   ২১৫

মোট   ২০২   ১৮৯   ৪৫৬৭  ৪৯৫৮

পূর্ব পাকিস্তান-(মার্চ ১৯৭১ থেকে ডিসেম্বর ১৯৭১)

     অফিসার জেসিও  ওআর  সর্বমোট

যুদ্ধে নিহত (শহিদ)   ৯০    ৪১    ১২৬২  ১২৯৩

আহত  ১৩২   ৮০    ২৩২৭  ২৫৩৯

নিখোঁজ ৯    ১     ২৫    ৩৫

নিখোঁজ, মৃত বলে ধারণাকৃত    ৩    ৭    ৩৩০   ৩৪০

নিখোঁজ, যুদ্ধবন্দী ধারণাকৃত     ১৪    ১     ৩    ১৮

মোট   ২৪৮   ১৩০   ৩৮৪৭  ৪২২৫

২। অফিসার/জেসিও এবং ওআরদের হতাহতের অনুপাতঃ (এখানে কোন ১নম্বর দেখি নি)

পশ্চিম পাকিস্তান ১:১২
পূর্ব পাকিস্তান ১:১০

নিহত (শহিদ) অফিসার/জেসিও এবং ওআরদের অনুপাতঃ

পশ্চিম পাকিস্তান ১:১১
পূর্ব পাকিস্তান ১:৯

 আহত (শহিদ) অফিসার/জেসিও এবং ওআরদের অনুপাতঃ

পশ্চিম পাকিস্তান ১:১৭
পূর্ব পাকিস্তান ১:১১

৩। অফিসারদের হতাহতের চিত্রটিতে একজন নিহত (শহীদ) ও দুইজন আহত জেনারেল, এবং দশজন নিহত (শহীদ) ও এগারোজন আহত লেফটেন্যান্ট কর্নেল অন্তর্ভূক্ত। অসিফার-জওয়ান হতাহতের অনুপাত পূর্বপ্রত্যাশিতই ছিলো যেহেতু তারা সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন।

৪। পূর্ব পাকিস্তানে আরও অধিক ক্ষয়ক্ষতি হতে পারে যেহেতু যুদ্ধের শেষ দিনের ক্ষয়ক্ষতিগুলোর প্রতিবেদন তৈরী নাও হতে পারে। 

৫। সেই সাথে ভারতীয় ৩০,০০০ হতাহতের অনুমান করা হয়।