You dont have javascript enabled! Please enable it!

শিরোনামঃ ১২৪। প্রধানমন্ত্রী কর্তৃক সংঘবদ্ধভাবে ভারতীয় হামলা মোকাবিলার আহ্বান।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
তারিখঃ ১১ ডিসেম্বর ১৯৭১

প্রধানমন্ত্রী কর্তৃক সংঘবদ্ধভাবে ভারতীয় হামলা মোকাবিলার আহ্বান

পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব নূরুল আমিন গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে প্রদত্ত বেতার ভাষণে সংঘবদ্ধভাবে জাতীয় অখণ্ডতা রক্ষা ও ভারতীয় মোকাবিলায় আগাইয়া আসার জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আসুন আমরা সম্মুখপানে অগ্রসর হই এবং সেনাবাহিনীর সহিত কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করি। জনাব নূরুল আমীন বলেন, ভারত পাকিস্তানকে ধ্বংস করার চেষ্টা চালাইতেছে। ভারতীয়দের হামলায় পূর্ব পাকিস্তানীরাই অধিক ক্ষতিগ্রস্থ হইয়াছে। তাহারা আমাদের নিরীহ জনগনের উপর নির্বিচারে বোমা বর্ষণ করিতেছে।
বহু রক্তের বিনিময়ে অর্জিত পাকিস্তানের আজাদী সংগ্রাম কায়েদে আজমের সহিত তাহার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখে করিয়া প্রধানমন্ত্রী বলেন, জাতির এই আজাদীকে যে কোন মূল্যে রক্ষা করার জন্য আমাদিগকে ঐক্যবদ্ধভাবে আগাইয়া আসিতে হইবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!