You dont have javascript enabled! Please enable it!

সাধারণ পরিষদে পাক প্রতিনিধি দলের নাম ঘোষণা
সূত্রঃ দৈনিক পাকিস্তান
তারিখঃ ৯ সেপ্টেম্বর, ১৯৭১

মাহমুদ আলী নেতা নির্বাচিতঃ সাধারণ পরিষদে
পাক প্রতিনিধি দলের নাম ঘোষণা
ইসলামাবাদ, ৮ সেপ্টেম্বর (এ পি পি) । পাকিস্তান ডেমক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট জনাব মাহমুদ আলী জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ২৬তম অধিবেশনে ১৬ সদস্য বিশিষ্ট পাকিস্তানী প্রতিনিধিদলের নেতৃত্ব করবেন । এক সরকারী হ্যান্ড আউটে প্রকাশ, জাতিসংঘে পাকিস্তানী রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব আগা শাহী সহকারী নেতা হবেন । এই প্রতিনিধি দলে সরকারী ও বেসরকারী সদস্যরাও থাকবেন । বেসরকারী সদস্যরা হচ্ছেনঃ
বিচার পতি জনাব জাকি উদ্দিন পাশা, জজ, হাইকোর্ট, লাহোর
জনাব শাহ আজিজুর রহমান, এডভোকেট, ঢাকা
জনাব জুলমাত আলী খান, এডভোকেট, ঢাকা
জনাব কামাল ফারুকী, রার-এট-ল, করাচী
ডঃ বেগম ইনায়েত উল্লাহ, পি, এইচ, ডি.
মিসেস রাজিয়া ফয়েজ, সাবেক এম এন এ
ডাঃ ফাতিমা সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়
জনাব এ টি সাদি, এডভোকেট, হাই কোর্ট, ঢাকা
জনাব খকন বাবর, এডভোকেট, লাহোর

প্রতিনিধি দলে সরকারী সদস্য থাকবেনঃ
জাতিসংঘে পাকিস্তানী রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব আগা শাহী
অতিরিক্ত পররাষ্ট্র সেক্রেটারী জনাব এম এ আলভী
মরক্কোয় নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত জনাব এ এইচ বি তৈয়াজী
যুগোশ্লাভিয়ায় নিযুক পাকিস্তানী রাষ্ট্রদূত জনাব আই এ আখন্দ
পররাষ্ট্র দফতরের ডিরেক্টর জেনারেল (জাতিসংঘ) জনাব ইউসুফ জে আহমদ ও
ইসলামাবাদে পররাষ্ট্র দফতরের সহকারী আইন উপদেষ্টা জনাব জাহিদ সাইদ, বার-এট-ল ।

নিউইয়র্কে ও জাতিসংঘে পাকিস্তানী মিশনের কর্মকর্তা এবং পররাষ্ট্র দফতর ও পার্শ্ববর্তী মিশন সমূহের কূটনৈতিক কর্মকর্তাগণও প্রতিনিধি দলকে সাহায্য করবেন ।
উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ১৯৭১ সালের ২১শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!