You dont have javascript enabled! Please enable it!

শিরোনামঃ বাংলাদেশের স্বীকৃতি এখন কেবল সময়ের প্রশ্ন মাত্র
সংবাদপত্রঃ স্বদেশ ১ম বর্ষঃ ৩য় সংখ্যা
তারিখঃ ১৪ জুলাই, ১৯৭১
.
বিষয়ঃ বাংলাদেশের স্বীকৃতি এখন কেবল সময়ের প্রশ্ন মাত্র

প্রখ্যাত মার্কিন সাপ্তাহিক পত্রিকা নিউজউইক এ বাংলাদেশের গণহত্যার করুণ চিত্র তুলে ধরা হয়েছে।বলা হয়েছে এই হত্যাযজ্ঞের সাথে ইতিহাসে অন্য কোন ধ্বংসলীলার তুলনা হতে পারে না। উক্ত পত্রিকায় আরও বলা হয়েছে যে এই হত্যালীলা ও নরমেধযজ্ঞের ফল একটিই হচ্ছে পূর্ব পাকিস্তান আজ নামমাত্র পাকিস্তানের অংশ। যে পাশবিকতা চালানো হয়েছে পূর্ব পাকিস্তানের মানুষের উপর তাতে আর কোন দিন পূর্ব ও পশ্চিমের একত্রে জোড়া লাগানো যাবে না। পাকিস্তানের দুই অংশ চিরদিনের মত বিচ্ছিন্ন হয়ে গেল। রক্তস্নাত বাংলাদেশের স্বীকৃতি এখন কেবল মাত্র সময়ের ব্যাপার।

অপরদিকে ভিয়েনার পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করেছেন। উক্ত প্রবন্ধটিতে বলা হয়েছে শাসক জাতির গর্বে উন্মত্ত পাঞ্জাবীরা বাংলাদেশকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে, ফলে বাঙালিরা বাধ্য হয়ে ঘোষণা করেছে তাদের স্বাধীনতা। পৃথিবীর বিভিন্ন দেশ পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে। আর এসব অস্ত্র এখন ব্যবহার হচ্ছে নির্বিকার গণহত্যায়। কিন্তু এই হত্যাকাণ্ডের ফলে পাকিস্তানের ঐক্য চিরতরে বিনষ্ট হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি এখন কেবল সময়ের প্রশ্ন মাত্র।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!