You dont have javascript enabled! Please enable it! 1947.07.18 | ভারত বিভক্তি ও পাকিস্তানের প্রতিষ্ঠা - সংগ্রামের নোটবুক

ভারত বিভক্তি ও পাকিস্তানের প্রতিষ্ঠা

দ্বি-শত বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য বহু মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছিল। মানুষের সংগ্রাম ও রক্তদান বৃথা যায়নি। অবশেষে ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। এর পরদিন ১৯ জুলাই ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত ঘােষণা করেন। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন রাষ্ট্র পাকিস্তান জন্মলাভ করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়। ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন করাচিতে নবনির্বাচিত গভর্নর জেনারেল মােহাম্মদ আলী জিন্নাহর নিকট পাকিস্তানের শাসন ক্ষমতা হস্তান্তর করেন। লিয়াকত আলী খান নব প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

অবিভক্ত বাংলার চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগের কিয়দংশ, খুলনা জেলা, বনগাঁ বাদে যশাের জেলা এবং করিমগঞ্জ মহকুমা বাদ দিয়ে সিলেট জেলা নিয়ে পূর্ববঙ্গ গঠিত হয়। তখন এই প্রদেশের আয়তন ছিল ৫৫,১২৬ বর্গমাইল এবং লােকসংখ্যা ছিল ৪ কোটি ১৯ লক্ষ। পশ্চিম পাকিস্তানের লােকসংখ্যা ছিল ২ কোটি ৪১ লক্ষ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট খাজা নাজিমুদ্দিন পূর্ববাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। ১৬ আগস্ট তিনি মন্ত্রিসভা গঠন করেন। মন্ত্রীরা হলেন নুরুল আমিন, আবদুল হামিদ, হাসান আলী, হামিদুল হক চৌধুরী, সৈয়দ মুহম্মদ আফজাল, মুহম্মদ হাবিবুল্লাহ বাহার চৌধুরী ও মফিজউদ্দিন।

Reference – কালের ধ্বনি – গোলাম কুদ্দুস