শিরোনামঃ ৩৩। প্রত্যাবর্তনকারী নাগরিকদের জন্য ২০ অভ্যর্থনা কেন্দ্র স্থাপন
সূত্রঃ ওয়াশিংটন দূতাবাসের দলিলপত্র
তারিখঃ ৩১ মে ১৯৭১
.
সংবাদ লিপি
৩১ মে, ১৯৭১
ফিরে আসা শরণার্থীদের জন্য অভ্যর্থনাকেন্দ্র সমূহ:
পাকিস্তান সরকার দেশে ফিরে আসা পাকিস্তানীদের পুনর্বাসন সাহায্যে পূর্ব পাকিস্তানে বিশটি উদ্বাস্তু অভ্যর্থনাকেন্দ্র স্থাপন করেছে ।
নিন্মোল্লেখিত স্থানে শরণার্থী কেন্দ্রগুলো স্থাপন হয়েছে :
খুলনা জেলার সাতক্ষীরা
যশোরের বেনাপোল
কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা ও মেহেরপুর
রাজশাহীর গোদাগাড়ী, রহনপুর ও ধামরিহাট
দিনাজপুরের খানপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়
রংপুরের কালীগঞ্জ
ময়মনসিংহের নালিতাবাড়ী ও দুর্গাপুর
সিলেটের জইন্তাপুর, কুলাউড়া ও চুনারুঘাট
কুমিল্লার আখাউড়া ও বিবিরা বাজার
নোয়াখালীর ফেনী এবং
চট্টগ্রামের টেকনাফ
গোলযোগের সময় এ শহর থেকে তাদের পূর্বপুরুষের গ্রাম থেকে পালিয়ে যাওয়া মানুষদের একটি বড় সংখ্যা তাদের শহুরে বাড়িগুলো আসতে শুরু করেছেন।
এ কথা স্মরণ করা যেতে পারে যে ২১ মে তারিখে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান সকল সম্মানিত পাকিস্তানি নাগরিকদের তাদের ঘরে ফিরে আসার আবেদন জানিয়েছিলেন ।