You dont have javascript enabled! Please enable it! 1971.11.04 | ওল্ডহ্যামে গঠিত বাংলাদেশ ইয়ুথ লীগের সংগৃহীত অর্থ সদ্ব্যবহারের উপদেশ কামনা করে স্টিয়ারিং কমিটিকে চিঠি | এ্যাকশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
 শিরোনাম সূত্র তারিখ
ওল্ডহ্যামে গঠিত বাংলাদেশ ইয়ুথ লীগের সংগৃহীত অর্থ সদ্ব্যবহারের উপদেশ কামনা করে স্টিয়ারিং কমিটিকে চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ৪ নভেম্বর, ১৯৭১

জয় বাংলা
বাংলাদেশ ইয়ুথ লীগ
১১ টিন স্ট্রিট
ওল্ডহ্যাম
লানক্স.
ফোনঃ ০৬১-৬২৪৩১৮৯
তারিখঃ৪নভেম্বর,১৯৭১
প্রাপক,
যুক্তরাজ্যে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এ্যাকশন কমিটির স্টিয়ারিং কমিটি।
জনাব,
আমি বাংলাদেশ ‘তরুণ লীগের’ পক্ষ থেকে আপনাদের মারফতে মাননীয় বিচারপতি চৌধুরী সাহেবের উপদেশ কামনা করছি। আমাদের ‘তরুণ লীগ’ তহবিলে এ পর্যন্ত প্রায় বারো শত পাউন্ড জমা হয়েছে। আমাদের প্রত্যেকের ইচ্ছা উক্ত পাউন্ডগুলি আমাদের বীর সেনানী মুক্তিবাহিনীর জন্য গরম কাপড় খরিদার্থে ব্যবহার করা হোক।
আশা করি বিচারপতি সাহেব এ বিষয়ে নিশ্চয়ই আনন্দিত হবেন।
তাই আমাদের পয়সাগুলি কিভাবে তাঁর হাতে পৌঁছাবো, আপনারা অতি সত্বর আমাদের উপদেশ দান করবেন।
আমাদের সংগ্রামী সালাম রইল।
ইতি
বাংলাদেশ ইয়ুথ লীগ
ওল্ডহ্যাম,লানকস.