শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন | বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের দলিলপত্র | ১০ সেপ্টেম্বর, ১৯৭১ |
বাংলাদেশ গণ সংস্কৃতি সংসদ
৫৯, শেয়মোর হাউজ
তাভিস্তক প্লেস,
লন্ডন , ডব্লিউ সি আই
ফোন নম্বর – ৮৩৭ – ৪৫৪২ ১০ সেপ্টেম্বর, ১৯৭১
কর্মসূচিঃ
প্রচারণাঃ
১। জনমত গঠন
২। বাংলাদেশ
৩। প্রচারপত্র ( লিফলেট ) বিলি
ক। লা কন্টিনেন্টাল সিনেমা হল
খ । লাপ্যালেসিয়াম
গ। ব্রিক লেন
ঘ। হ্যাসেল স্ট্রিট
ঙ। কমার্সিয়াল রোড
চ। হলওয়ে রোড , বাকু শপ
ছ । ……………
জ। ……………
ঝ। ………………
ঞ।………………
মহড়াঃ
১। শুক্রবার , সেপ্টেম্বর ১০ ,মারডেল স্ট্রিটে পুরুষ নৃত্য।
২। শনিবার , সেপ্টেম্বর ১১ , পূর্ণ মহড়া , সকল গায়ক , গায়িকা নৃত্যশিল্পী দের অবহিতকরন।
৩। রবিবার , বাংলাদেশ ভবনে
মাইক
১। ল্যাংলি স্ট্রিটে অবস্থিত লাইটফুট স্টেজ সাউন্ড কে ১৫ পাউন্ডের একটি চেক পাঠান , রবিবার ১২ই সেপ্টেম্বর।
২। হলরুমের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করতে হবে , যদি তিনি ব্যাবস্থা করতে পারেন তাহলে তার প্রাপ্য অর্থ তাকে দিয়ে দেয়া।
৩। অনুষ্ঠান বর্ননা বিন্যাস এর জন্য জনাব খয়েররের পুত্রের সাথে যোগাযোগ করতে হবে।
মঞ্চ
১। নকশার বিষয়ে সিদ্ধান্ত বুলবুল এবং রউফের উপর অর্পন করা হোক।
২। কৃত্রিম গাছপালা ও বাশের খুটি দিয়ে মঞ্চ প্রস্তুত করতে হবে।
আলোকসজ্জাঃ
১। দুইজন ব্যাক্তি দায়িত্বে থাকবে। আমি বারান্দায় থাকব, আর একজন থাকবে সুইচ প্যানেলের দায়িত্বে।
২। আলোক সজ্জা যন্ত্রের ( লাইটিং ইফেক্ট মেশিনের ) সাথে থাকবে আরেকজন।
৩। অবিলম্বে হলরক্ষকের সাথে যোগাযোগ করে জানতে হবে তার কি দরকার। আর তাকে হলরুমের শাটার বন্ধ করতে হবে যাতে দিনের আলো নিয়ন্ত্রন করা যায়। আর তার প্রাপ্য অর্থ তাকে দিয়ে দেয়া হোক।