You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড অঞ্চলের পক্ষে কনভেনশনের জন্য প্রতিনিধি নির্বাচনের প্রতিক্রিয়া সম্বলিত একটি চিঠি এ্যাকশন কমিটির দলিল পত্র ২২ আগস্ট, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্যে সংগ্রাম পরিষদ গ্রেট বৃটেন
এনফিল্ড শাখা
৩৭০, লিংকন রোড, এনফিল্ড, মিডলসেক্স
২২ আগস্ট, ১৯৭১
আহবায়ক
পরিচালনা কমিটি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্যে সংগ্রাম পরিষদ গ্রেট বৃটেন
১১, গোরিং স্ট্রীট
লন্ডন, ই.সি.৩

প্রিয় স্যার,

লন্ডন সংগ্রাম কমিটি শাখার সভাপতি জনাব গউস খান দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড অঞ্চলের সংগ্রাম পরিষদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার খবরে আমরা অবাক হয়েছি। যেহেতু তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হননি উপরন্তু এই অঞ্চলের সিংহভাগ সংগ্রাম পরিষদ শাখা যারা বাংলাদেশের জন্যে তহবিল বৃদ্ধি(আমাদের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান) করতে অক্লান্ত পরিশ্রম করছে তাদের প্রতিনিধিত্ব করেন না, তাই অধিকাংশের মতো আমরাও তার ছায়াতলে যেতে চাই না।

সুতরাং, সিংহভাগের মতো আমরাও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদে গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গতভাবে সরাসরি নিজেদের প্রতিনিধিত্ব করতে চাই, যাতে সত্যিকার অর্থেই আমাদের জাতির চিত্র প্রতিফলিত হবে যা নির্ভীকভাবে আমাদের সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে।

বিনীত
মোঃ শহীদুর রহমান খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্যে সংগ্রাম পরিষদ গ্রেট বৃটেন
এনফিল্ড শাখা

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!