You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
লন্ডনে আয়োজিত বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সম্মেলনের বিজ্ঞপ্তি বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের দলিলপত্র ১ সেপ্টেম্বর, ১৯৭১

বাংলাদেশ গণ-সাংস্কৃতিক সমিতি
৫৯, সেমোর হাউজ
তাভিস্তক প্লেস,
লন্ডন, ডব্লিও সি আই
ফোনঃ ৮৩৭-৪৫৪২ ১ সেপ্টেম্বর, ১৯৭১
বাংলাদেশী সাংস্কৃতিক সম্মেলন
প্রিয় বন্ধুগণ,
১৯৭১এর ১৮ সেপ্টেম্বর, শনিবার বাংলাদেশ গণ-সাংস্কৃতিক সমিতির তত্ত্বাবধানে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের জনগনের সংস্কৃতির উপর প্রথমবারের মত একটি সম্মেলন আহবান করা হয়েছে।(পূর্ব নির্ধারিত সূত্রঅনুযায়ী যা ২১ আগষ্ট অনুষ্ঠিত হবার কথা ছিল)প্রতিনিধি ও অংশগ্রহনকারী হিসেবে লেখক, কবি, চিত্রশিল্পী, সাংবাদিক, গায়ক, সুরকার, শিক্ষক, ছাত্র, বিজ্ঞানী ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িতদের এতে আমন্ত্রন জানানো হয়েছে ।বাংলাদেশের জনগনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সমর্থন অর্জনের উপায় অনুসন্ধান করতে, আমাদের জাতীয়তাবাদী সংস্কৃতিকে উদ্বুদ্ধ করতে, বিশ্ব মতামতকে বাংলাদেশের স্বাধীনতার অনিবার্যতা সম্পর্কে প্রভাবিত করতে, এবং বিশেষ করে বাংলাদেশে বিরাজমান নোংরা স্বৈরতন্ত্র ও উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের পক্ষেবিশ্বের প্রগতিশীল এবং স্বাধীনতাকামী বুদ্ধিজীবিদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে এ সম্মেলন স্বপ্রনোদিত আলোড়ন সৃষ্টি করবে ।
১৪ সেপ্টেম্বর, ১৯৭১ এর মধ্যেযুক্তরাজ্যের সব নগর ও অঞ্চলহতে বৃহৎ সংখ্যক প্রতিনিধি সম্মেলনে মনোনয়ন করতে আমরা বাংলাদেশ এ্যাকশন কমিটি এবং এর এসোসিয়েশনকে অনুরোধ করছি ।
এ সকল প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বুদ্ধিজীবি সম্প্রদায় স্বাধীনতা পরিষদের প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবংগনপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত এ.আর মল্লিক এবং বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রন জানানো হয়েছে, তারা সম্মেলন উদ্বোধন করতে সম্মত হয়েছিল ।
নিন্মলিখিত পরীক্ষামূলক প্রোগ্রাম
তারিখ: ১৯ সেপ্টেম্বার, রবিবার, ১৯৭১
স্থান: কনওয়ে হল, রেড লায়ন স্কয়ার, লন্ডন, ডব্লিও সি আই (টিউবঃ হলবর্ণ)
উদ্বোধন ও আলোচনা সভা: সকাল ১০ টা হইতে দুপুর ১ টা ,
বিপ্লবী নৃত্যনাট্য ও সংগীত সন্ধ্যা : বিকেল ২.৩০ হইতে সন্ধ্যা ৫ টা,
আশা করি আপনারা প্রতিনিধি পাঠাতে সক্ষম হবেন, এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের নাম পাঠালে কৃতজ্ঞ থাকিব ।
জয় বাংলা
দয়া করে প্রতিনিধিখরচ বাবদ ১.০০ পাউন্ড সম্মেলন ফি উপরোক্ত ঠিকানায় পাঠাইবেন ।
আপনার বিশ্বস্ত
মুন্নি রহমান
জেনারেল সেক্রেটারি
প্রত্যেক প্রতিনিধির জন্য অন্তত ১ পাউন্ড করে উপরোক্ত ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!