You dont have javascript enabled! Please enable it! 1955.06.01 | পাকিস্তান গণপরিষদের নির্বাচনের ফলাফল | পাকিস্তান অবজারভার - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তান গণপরিষদের নির্বাচনের ফলাফল পাকিস্তান অবজারভার ১লা জুন, ১৯৫৫

 

বিধানসভা নির্বাচনের ফলাফল

পূর্ব বাংলাতে যুক্তফ্রন্টের একক সংখ্যা গরিষ্ঠতাঃ নির্বাচিতদের মধ্যে সবচেয়ে বেশী ভোট পেয়েছেন ফজলুল হক, হক চৌধুরী সোহরাওয়ার্দী আলী, এবং রহমান।
* * * * * *
গতকাল (বুধবার) রাত ১১টায় ১৩টির বেশি নির্বাচনী এলাকার ভোট গণনার কিছুক্ষন পরই, চল্লিশ (৪০) জন পূর্ব বাংলার প্রার্থীকে পাকিস্তানের সাধারণ পরিষদের সদস্য হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচিত ৪০ জনের মধ্যে ১৬ জন যুক্তফন্ট থেকে, ১২ জন আওয়ামী লীগ থেকে, ৪ জন কংগ্রেস থেকে, ২জন প্রগতিশীল জোট থেকে, ৩ জন নিম্নবর্ণ সঙ্ঘ থেকে, ১ জন মুসলিম লীগ থেকে, ১ জন বামপন্থী দল থেকে, আর ১ জন স্বতন্ত্র ভাবে নির্বাচিত হন।
২৪ জন(১৯ জন মুসলিম ও ৫ জন হিন্দু) প্রার্থী কোন ভোটই পান নাই, যেন তারা নির্বাচনে অংশগ্রহণই করেন নাই। পাকিস্তানের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী জনাব ফজলুর রহমান যিনি মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
সব অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে, গতকাল সকাল ১০টা থেকে ভোট গণনা শুরু হয় এবং সেটা রাত ১১ঃ১০ পর্যন্ত চলে। শেষপর্যন্ত যাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়, তাদের নাম নিচে দেওয়া হলঃ
যুক্তফন্ট-১৬
ভদ্রমহোদয়গণ হলেনঃ এ. কে. ফজলুল হক, মওলানা আতাহার আলী, হামিদুল হক চৌধুরী, ইউসুফ আলী চৌধুরী, আব্দুল লতিফ বিশ্বাস, নুরুল হক চৌধুরী, আব্দুল করিম, আব্দুল ওহাব খান, আব্দুস সাত্তার, লুৎফর রহমান খান, মাহ্‌ফুজুল হক, মাহমুদ হক, আব্দুল আলিম, সাইদ মেজবাহউদ্দিন হুসেইন, আদেলউদ্দিন, ফরিদ আহমেদ।
আওয়ামী লীগ-১২
নির্বাচনের জন্য, আওয়ামী লীগের মনোনীত ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন জয় লাভ করেন, সে সকল ভদ্রমহোদয়গণ হলেনঃ এইচ. এস. সোহরাওয়ার্দী, আতাউর রহমান খান, আবুল মনসুর আহমেদ, জহিরউদ্দিন, শেখ মুজিবুর রহমান, নুরুর রহমান, দেলদার আহমেদ, আব্দুর রশীদ তর্কবাগীশ, আব্দুর রহমান খান, মোজাফফর আহমেদ, মুসলেম আলী মোল্লা, আব্দুল খালেক।
পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস-৪
জনাব বসন্ত কুমার দাস, ভূপেন্দ্র কুমার দত্ত, কন্টেশ্বর বর্মণ, এবং পিটার পল গোমেজ।
ইউ.পি.পি.পি-২
ডঃ শৈলেন্দ্র কুমার সেন এবং জনাব কামিনী কুমার দত্ত।
তফসিলি সঙ্ঘ-৩
জনাব অক্ষয় কুমার দাস, রস রাজ মণ্ডল, এবং গৌর চন্দ্র বালা।
মুসলিম লীগ-১
জনাব মোহাম্মদ আলী (পাকিস্তানের প্রধানমন্ত্রী) ।
বামপন্থী-১
জনাব সরদার ফজলুল করিম।
স্বতন্ত্র-১
জনাব ফজলুর রহমান (পাকিস্তানের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী)!
নির্বাচনের অগ্রাধিকার ভোটের ভিত্তিতে যুক্তফন্টের নেতা জনাব এ. কে. ফজলুল হক সর্বোচ্চ ১০৪ ভোট পান। পূর্ব পাকিস্তান থেকে তাঁকেই সর্বপ্রথম নতুন সংসদে নির্বাচিত হিসাবে ঘোষিত হন।
পাকিস্তানের আইনমন্ত্রী জনাব এইচ. এস. সোহরাওয়ার্দী নির্বাচনে ৯৩টি অগ্রাধিকার ভোট পান।
প্রধানমন্ত্রীমোহাম্মদ আলী মাত্র ১৮টি অগ্রাধিকার ভোট পান, সরদার ফজলুল করিম পান ৯টি ভোট, অক্ষয় কুমার দাস পান ১১টি ভোট, এবং বসন্ত কুমার দাস পান ৭টি ভোট।