You dont have javascript enabled! Please enable it! 1954.03.15 | যুক্তফ্রন্ট নির্বাচন পরবর্তী সাংগঠনিক সার্কুলার | যুক্তফ্রন্ট দপ্তর - সংগ্রামের নোটবুক

যুক্তফ্রন্ট দপ্তর
৫৬, সিম্পসন রোড, ঢাকা

জনাব,
যেহেতু এখন নির্বাচন মাত্র শেষ হয়েছে এবং বিষয়গুলো এখনো আপনার মনে তাজা আছে, তাই ভবিষ্যতে উল্লেখ এর জন্য জন্য আমাদের দ্রুত গুরুত্বপূর্ণ উপাত্ত সংগ্রহ করে রাখা প্রয়োজন। আমরা আপনাকে অনুরোধ করব প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এর ব্যাপারে কিছু সময় ও মনোযোগ দিতে এবং যতো দ্রুত সম্ভব আপনার প্রতিউত্তর আমাদের জানাতে। আপনি আপনার জবাব দুই পর্যায়ে দিতে পারেন, একটি পর্যায়ে সেসব প্রশ্নের উত্তর নিয়ে যা আপনি অতি দ্রুত দিতে পারবেন এবং অপরটি হবে যার উত্তর দিতে আপনার সময় প্রয়োজন হবে।

নিম্নোক্ত ব্যাপারগুলোতে আমাদের তথ্য প্রয়োজন হবেঃ
(১) বিবরনীসহ প্রতিযোগী প্রাথীদের নাম যারা-
ক। মুসলীম লীগে আবেদন করেছে
খ। যারা যুক্তফ্রন্টে আবেদন করেছে
গ। যদি তারা নিজেদের কোনো নির্দিষ্ট ব্যক্তির মনোনীত ব্যক্তি দাবি করে
ঘ। যদি তারা যুক্তফ্রন্ট বা অন্য যেকোনো দলের হয়ে প্রচারপত্রে স্বাক্ষর করে এবং স্বাক্ষর করতে মনস্থির করে।
ঙ। যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাক্তি
(২) নির্দিষ্টভাবে আপনি কি সকল নির্বাচনী দলের প্রচারপত্রগুলো প্রেরণ করতে পারবেন?
(ক) যেসব লিফলেটে ফুরফুরা পীরের কোনো ফতোয়ার কথা আছে। প্রকৃতপক্ষে এটি ১৯৪৬ সালে পীর সাহেব দ্বারা ইস্যু করা হয়েছিল এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য মুসলীম লীগ দ্বারা পূনরায় ইস্যু করা হয়।
(খ) মাওলানা শামশুল হক ও সর্ষিনার পীর সাহেব একথা বলেন যে, মুসলীম লীগ এর বিপক্ষে ভোট দেয়া মানে কোরান ও ধর্মের বিপক্ষে যাওয়া ।
(গ) যা মানুষ কে বিভ্রান্ত করে এমন নিরূপিত অন্য কোনো লিফলেট।

(৩) এমন সব কর্মীদের নাম যারা আপনার পক্ষে এবং মুসলীম লীগের পক্ষে এবং অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করেছে। ইউনিয়ন অনুযায়ী এবং গ্রাম অনুযায়ী হলে পছন্দসই, শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিগণের না দিতে হবে (এই তথ্যটি অপরিহার্য)
(৪) ইউনিয়ন ও গ্রামের সাথে যুক্ত নয় কিন্তু কেন্দ্রে কাজ করেছে এমন গুরুত্বপূর্ণ কর্মীদের নামও দেওয়া যেতে পারে।
(৫) ভোটের পূর্বে গ্রেফতারকৃত ব্যক্তিগনের বিবরণী- জননিরাপত্তা আইনে অথবা বিশেষক্ষেত্রে; যদি নির্বাচনের সময় জেলে আটকাবস্থায় থাকে, তাদের মাঝে কারা কমিউনিস্ট,এবং কারা আপনার কর্মী?
(৬) সেসব ব্যাক্তির নাম যাদের আমাদের সমর্থন করার কথা ছিল কিন্তু করেনি।
(৭)মুসলীম লীগ কর্মীদের মাঝে অনেকে উগ্র চরিত্রের এবং গুন্ডা ছিলো। সংক্ষিপ্ত বর্ণনায় তাদের নাম দিতে হবে।
(৮) পোলিং সম্পর্কিত কিছু তথ্য- যেখানে কোনো সমস্যার সৃষ্টি হয়েছিলো।
(৯)নারী ভোট সম্পর্কিত কোনো মন্তব্য।
(১০) পোলিং স্টেশন কি সেই স্থানেই ছিলো যেখানে তা হওয়া উচিত ছিলো অথবা সেই স্থানে কি কোনো সমস্যা ছিলো ?
(১১) আপনার ভোটাদাতারা (Constituency) কি সঠিকভাবে অংশগ্রহন করেছিলো ? কিংবা পার্শ্ববর্তী স্থান বা পোলিং সুবিধা বিবেচনায় কি তাদের ভিন্নভাবে অংশগ্রহন করা উচিত ছিলো ?
(১২) মুসলীম লীগে প্রার্থীরা কি ধনী ছিল? তার পূর্ব-পরিচয় কি এবং সে কি প্রচুর অর্থ ব্যয় করেছিলো ? তার কর্মপদ্ধতি সম্পর্কে কোনো বিবরনী দিন।
এসব বিষয়ে আমি একটি সংক্ষিপ্ত বিবরনী আশা করছিঃ
(১) আপনার নির্বাচনী-এলাকায়(Constituency) পক্ষপাতদুষ্ট অথবা নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা এবং তাদের আচরণ।
(২) আপনার নির্বাচনী-এলাকার(Constituency) চাহিদা এবং এর অভিযোগসমূহ এবং আপনার এলাকা উন্নয়নে ও জনগনের সন্তুষ্টির জন্য কি করা প্রয়োজন- এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরনী।
এটি অত্যন্ত জরুরীভিত্তিতে বিবেচনা করুন এবং যতো দ্রুত সম্ভব প্রতিউত্তর দিন।
একান্ত আপনার
শহিদ সোহরাওয়ার্দী