You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
“সার্বভৌম বাংলাদেশ একমাত্র লক্ষ্য”-মাওলানা ভাসানী টাইমস অব ইন্ডিয়া(নয়াদিল্লি) ২৮ জুলাই, ১৯৭১

“সার্বভৌম বাংলাদেশ একমাত্র লক্ষ্য”
মাওলানা ভাসানীর প্রেস বিবৃতি। ২৬ শে জুলাই,১৯৭১

ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা ভাসানী বলেছেন যে, রাজনৈতিক ছায়া দক্ষিনপন্থী নির্বিশেষে , মধ্যপন্থী এর বামপন্থী ব্যাতীত কয়েক স্ব-সন্ধানীদের লক্ষ্য একটি স্বাধীন বাংলাদেশ অনুমোদন করা আবশ্যক।
মাওলানা একটি প্রেস বিবৃতিতে বলেন যে, ” শুধু মীর জাফর তাদের নিজের ব্যাক্তিগত স্বার্থের জন্য আমাদের পদমর্যাদার একটি বিভেদ সৃষ্টির চেষ্টা করবে”। অস্বীকৃতি যে রিপোর্ট করা বামপন্থী দলগুলো একটি যুক্তফ্রন্টের জন্য দাঁড়িয়ে যেতে পারে।
মাওলানা বলেন, “পাকিস্তানের শুরু থেকেই আমি বাংলার হিন্দু, মুসলসান, খ্রিস্টান, আদিবাসির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য একই থিম উপস্থাপক ,একটি স্বাধীন, সার্বভৌম এবং সমাজ তান্ত্রিক বাংলাদেশের উপর একই রয়েছি।”
“আমি আগে কখনও বা পরে ২৫ শে মার্চ এর অবশ্যম্ভাবী সব বামপন্থী দলগুলোর একটি যুক্তফ্রন্ট সৃস্টির জন্য আওয়ামী লীগ ব্যাতীত অন্য কোন দলের আবেদন আছে।“
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!