শিরোনাম | সূত্র | তারিখ |
মুজিবনগরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মুক্তিসংগ্রাম পরিষদ গঠন | এশিয়ান রেকর্ডার জুন ২৫ – জুলাই ১, ১৯৭১ | ১৯ মে, ১৯৭১ |
বুদ্ধিজীবীদের দ্বারা গঠিত বাংলাদেশ লিবারেশন কাউন্সিল ফোরাম
লিপিবদ্ধ বাংলাদেশ বুদ্ধিজীবীগণ যারা আর্মিদের নৃশংসতা থেকে পালাতে সক্ষম হয়েছেন তারা গত ১৯ মে মুজিবনগরে একত্রিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এ আর মল্লিককে সভাপতি করে “বাংলাদেশ লিবারেশন কাউন্সিল” গঠন করেন।
এই কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য হলঃ
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারকে সমর্থন ও সহযোগিতা প্রদান, বাস্তুহারা বুদ্ধিজীবী ও প্রযুক্তিবিদদের স্থানান্তরকরণ ও ব্যবহার করণ এবং সাময়িকভাবে রক্ষণাবেক্ষণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে প্রচার করা।
কাউন্সিল আরও মুক্তিযুদ্ধ সম্পর্কে ফিচার ও ডকুমেন্টারি ফিল্ম তৈরি করবে, সেগুলো বিভিন্ন বৈদেশিক বুদ্ধিজীবী সংগঠনে পাঠানো হবে যাতে করে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য “আন্তর্জাতিক বিবেক” দলগোষ্ঠীর গঠন করা যায় এবং আশ্রিতদের জন্য বিনোদন ও প্রচার ব্যবস্থার আয়োজন সম্ভবপর করে তোলা যায়।