You dont have javascript enabled! Please enable it! 1971.11.04 | শিরোনাম সূত্র তারিখ ১৯৫। আমরা গোষ্ঠীর সদস্যদের সাংকেতিক নাম ব্যবহার সংক্রান্ত চিঠি | ‘আমরা’ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
আমরা গোষ্ঠীর সদস্যদের সাংকেতিক নাম ব্যবহার সংক্রান্ত চিঠি               ‘আমরা’          ৪ নভেম্বর, ১৯৭১

প্রিয় মাকসুদ আলী,
জাকারতা, নভেম্বর.৪.১৯৭১
এখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত শীলা ইসলামের লেখা ১৪টি গান ও ব্যাঙ্গ কাব্য আছে, দয়া করে বুঝে নিয়েন। এখানে জয় বাংলা অথবা অন্য যেকোন বাংলা সাময়িক পত্রিকা হতে প্রকাশিত তার আরো দুটি কবিতাও আছে। আমি আশা করব এগুলা প্রচারনা অথবা প্রকাশনার জন্য যা দরকার আপনি করবেন।
শীলা ইসলাম ছিলেন মিসেস রওশন আরা জামান করাচি বিশ্ববিদ্যালয় থেকে (এম.এবাংলা) ,দুই বছর ধরে বাংলা একাডেমীর সহকারী সম্পাদক ছিলেন, দুই বছর করাচির PECHS কলেজের অধ্যাপক ছিলেন ।তিনি বাংলা কবিতা, গান, ছোটগল্প এগুলোতে বেশ জনপ্রিয় ছিলেন।এখানে তার নিরাপত্তার জন্য আসল নাম প্রকাশ করা হয়নি।
আমি এরকম আরো উল্লেখযোগ্য ব্যক্তির নাম যুক্ত করছি। আমরা এইসব ছদ্মনাম ব্যবহার করব এবং আমি আপনাকে অনুরোধ করছিএগুলো চিহ্নকরে রাখতে এবং ভবিষ্যতে এই ছদ্মনামগুলো ব্যবহার করতে। এখানে আরো যোগ করা যায় যে এই বাঙালীগুলোর জীবনবৃত্তান্ত রুমি পাঠিয়েছেন। দয়া করে এই সবগুলির রশিদ আপনি বুঝে নিয়েন।

আমাকে অথবা আমরা-কে লিখতে হলে দয়া করে নিম্নের ঠিকানা ব্যবহার করবেন-
1) জনাবকামাল; সি/ও মিসেসবাদরোএন, ডিজেএল। কাম্পার-৪
(টিজেদিনোবারএট), ডিজাকারতা, ইনদোনেশিয়া।
2) জনাব কামাল গুপতা সি/ও গ্রুপ ক্যাপ্টেন এন সিনহা রায়,
ইন্ডিয়ান এমবাসি, ডিজেকারতা, পুরো সেকশন জুড়ে,
পররাষ্ট্র মন্ত্রনালয়, নিউ দিল্লী।
একটি প্রাথমিক উত্তরের অপেক্ষায়।

আন্তরিকতার সাথে, আপনারআন্তরিক
জনাব.এম.মাকসুদ আলি কামাল
বাংলাদেশ মিশন
৯,সারকাস এভিনিউ, কলকাতা-১৭ 

 

ক্রমিক নং                                          নাম সাংকেতিক নাম
       ১ জনাব জয়নুল আবেদিন জাফর
জনাব এ. এফ. মো. সামসুজ্জামান কামাল
জনাব এম.এ.আজিজ আরাব
জনাব এম ফারুক মোহাম্মদ বদর
জনাব এ: বি এম সানাউল্লাহ সুফি
জনাব সিদ্দিক আহমেদ রুমি
জনাব রুহুল আমিন সাফরি
জনাব হালিম সরকার রুহানি
জনাব মাহমুদ হোসেন আনসার
১০ জনাব এম. এ. মতিন হামিদ

 

উপরের ছদ্মনাম গুলো চিহ্নিত করে রাখবেন।

** ভারতীয় দূতাবাস থেকে যখন জনাব কামালকে চিঠি পাঠান হবে তখন তাকে কামাল গুপ্তা বলে অভিহিত করা হবে।

-আমরা

জাকার্তা

  1. এইচ.ই. জনাব এম. হোসেন আলী,
  2. জনাব এম. মাকসুদ আলী.
  3. জনাব সাইদুর রহমান.
  4. কাজী নরুল ইসলাম