You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সুত্র তারিখ
বাংলাদেশ সরকার কতৃর্ক  “আমরা” গোষ্ঠীর সদস্যদের প্রচারকার্য সম্পর্কে লিখিত চিঠি      বাংলাদেশ সরকার     ১৮ নভেম্বর, ১৯৭১

-১-
ভারতস্থ গনপ্রজাতন্ত্রী
বাংলাদেশ হাই কমিশন
৯ সার্কাস এ্যভিনিউ
কলিকাতা

নং- বি-৫/৫০/৭১ নভেম্বর ১৮, ১৯৭১।

প্রিয় জনাব রুমি,

১ নভেম্বর, ১৯৭১ তারিখ উল্লেখিত চিঠির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

চিঠিপত্র আর প্রচার উপকরনের জন্য আপনার দিক- নির্দেশনা মেনে চলার ব্যাপারটি আমরা অবগত হয়েছি । অতীতে আমাদের পক্ষ থেকে উত্তর পাঠাতে নিশ্চিতভাবেই বিলম্ব হয়েছে । ভবিষ্যতে আমরা নিয়মিত চিঠিপত্রের নিশ্চয়তার চেষ্টা করব ।

দয়া করে আমাদের জানাবেন যে আপনি সংবাদপত্র ও অন্যান্য প্রকাশনা গ্রহন করছেন কিনা । আমরা আনন্দিত যে স্থানীয় সংবাদ মাধ্যম আমাদের পক্ষে আগ্রহ দেখাচ্ছে । দয়া করে সংবাদপত্রের কেটে রাখা অংশ আপনি আমাদের পাঠান যাতে করে সেখানে প্রকাশিত খবরাখবর আমরা আমাদের প্রকাশনায় প্রকাশ করতে পারি ।

ধন্যবাদান্তে,
আপনার অনুগত,
সাইদুর রহমান
হাই কমিশনারের পক্ষে।
মি. কামাল
সি/ও মিসেস. ব্যাডরইন
ডিযেএল, ক্যামপণ ৪,
টিযিড্যান বারাত (ডেকাট ডিযেএল. মুসি)
ডিজাকার্তা, ইন্দোনেশিয়া।
-২-
নং- বি-৫/৫০/৭১ তারিখ-নভেম্বর ১৮, ১৯৭১।

প্রিয় জনাব রুমি,
জাকার্তা টাইমসে প্রকাশিত আপনার বিশেষ প্রতিবেদন এবং পশ্চিম পাকিস্তানি সংবাদ দাতা আজিজ বেগের ক্লিপের জন্য অশেষ ধন্যবাদ।

২. আজিজ বেগের দুঃসাহসিক অশুভ সংকেত সূচক প্রতিবেদনের উপর করা আপনার প্রতিবেদনে জন্য আমরা কৃতজ্ঞ । পশ্চিম পাকিস্তানের অস্ত্রের অপপ্রচার বাংলাদেশের জনগনকে ধ্বংসের ষড়যন্ত্রকে আরো গভীর করেছে এবং বিদেশীদের কাছে ব্যাপারটি আক্রমনাত্মক বলে বিবেচিত হয়েছে । আক্রমনাত্মক এ মনোভাব বিশেষ করে মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে ।
৩. পৃথক দুটি চিঠিতে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর করা আমাদের পর্যালোচনা পাঠাচ্ছি । তথ্য ও যুক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে যা পশ্চিম পাকিস্তানের অপপ্রচার বিদেশে যে আপত্তি ছড়িয়েছে তার চ্যালেঞ্জকে ঊপস্থাপন করবে । সম্ভব হলে, এ পর্যালোচনার বিষয়বস্তুকে সম্পাদকীয় কিংবা স্থানীয় পত্রিকার নিবন্ধ হিসেবে প্রতিফলিত করুন ।

ধন্যবাদান্তে,

আপনার অনুগত,
সাইদুর রহমান
হাই কমিশনারের পক্ষে।
প্রতি,
তুয়ান কামাল,
সি/ও মিসেস. ব্যাডরইন
ডিযেএল, ক্যামপণ ৪,
টিযিড্যান বারাত
(ডেকাট ডিযেএল. মুসি)
ডিজাকার্তা, ইন্দোনেশিয়া।
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!