You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
পত্রপত্রিকার মাধ্যমে প্রচার অভিযান চালানো সংক্রান্ত ‘আমরা’ গোষ্ঠী কর্তৃক বাংলাদেশ সরকারকে প্রেরিত প্রতিবেদন ‘আমরা’ ৯ আগস্ট, ১৯৭১

আলহাজ্ব এ বি এম সোনাউল্লাহ
৩১, ডিজেএল সুলতান আগুং
গুনলার, জাকার্তা
তারিখ-অগাস্ট ৯, ১৯৭১
প্রিয় মাকসুদ আলী সাহেব,
অনুগ্রহপুর্বক জুলাই ১, ১৯৭১ এর ১০/১০/৭১ নং চিঠির উল্লেখক্রমে যেটি ছিল সাপ্তাহিক “জয় বাংলা” এবং “দ্য পিপল” পত্রিকার কপি প্রেরণ সংক্রান্ত পত্র। তখন থেকে আর কোন কপি পাওয়া হয়নি। আমি কৃতজ্ঞ থাকব আপনি যদি আপনি অনুগ্রহপুর্বক উপরোক্ত পত্রিকাগুলোর এবং আপনার ইস্যু করা “বাংলাদেশ” বুলেটিন সহ অন্যান্য প্রকাশনার নতুন কপি আমাকে পাঠানোর ব্যবস্থা করেন।
এছাড়াও অনুগ্রহপুর্বক “দ্য পিপল”, “বাংলাদেশ” বুলেটিন এবং অন্যান্য এই সম্পর্কিত প্রকাশনা এর সাথে সংযুক্ত তালিকায় উল্লেখিত ঠিকানা গুলোতে সরাসরি পাঠানোর ব্যবস্থা করুন।
এটি আমাদের স্বার্থের জন্য অত্যন্ত সহায়ক হবে যদি আপনি অনুগ্রহপুর্বক ধন্যবাদজ্ঞাপক বা প্রশংসাসূচক পত্র বাহাসা ইন্দোনেশিয়ান সাপ্তাহিক যেমন “মেরদেকা”, “কামি”-ছাত্র দৈনিক, “সিনার হারাপান”, “পেদোমান”, “কম্পাস”, “বেরিতা বুয়ানা” (পুরনো নাম বেরিতা ইয়ুদ্ধা), এবং বিশেষভাবে “আবাদি” এবং অন্যান্য গুলোতে সাধারনভাবে, এবং এছাড়াও আন্তারা সংবাদ সংস্থা, ডিআরএস, সুমাদি, টেলিভিশন রিপাবলিক ইন্দোনেশিয়া এর পরিচালক, সেনাজান জাকার্তা এবং জনাব আব্দুল হামিদ, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া এর পরিচালক, ডিজেএল মেরদাকা জাকার্তা; সংবাদ প্রচারের উদ্দেশ্যে ইস্যু করার ব্যবস্থা করেন। হয়তবা এটি আরও যথাযোগ্য হবে যদি এটি সরকার এবং জনগনের পক্ষ থেকে অভিব্যক্ত করা হয়। যদি সম্ভব হয় তবে এক কপি আমাকেও পাঠিয়ে দেবেন।
যেমনটি সম্প্রতি হয়েছে তেমন ব্যক্তিগত যোগাযোগ ব্যতীত, “আমরা” এর অধিকৃত নামে সকল চিঠিপত্র অনুগ্রহপুর্বক উপরোক্ত একই ঠিকানায় পাঠিয়ে দেবেন, ।
শুভেচ্ছা সহ

বিনীত
স্বাক্ষরিত
জনাব এম মাকসুদ আলী
সংবাদ সহদুত
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ মিশন
৯, সার্কাস এভিনিউ
কলকাতা-১৭।

ইন্দোনেশিয়া
‘দ্য পিপল’, ‘বাংলাদেশ’ বুলেটিন এবং বাংলাদেশের অন্যান্য প্রকাশনার প্রেরণ তালিকা ইংরেজিতেঃ
১। কে এইচ ডঃ ইড হাম চালিদ, ডিজেএল, কেএস রাষ্ট্রের জনকল্যান মন্ত্রী
মাংগুনসারকোরা নং-৫১, মেন্তাং, জাকার্তা সহ সভাপতি, এন ইউ
২। হাদজি আদম মালিক ডিজেএল পররাষ্ট্র মন্ত্রী
দিপনেগরা নং-২৯, জাকার্তা
৩। হাদজি আচমাদ জাইকু কম্প, বিডিএন, ডিজেএল, এলইটি, ডিজিএনএন, এস, পারমান, সিলিপি, জাকার্তা চেয়ারম্যান, হাউস অফ রিপাবলিক, এন ইউ
৪। জনাব এম এইচ ইসনানি ডিজেএল, ইমাম বন্দজল ন-২৮, মান্তাং, জাকার্তা সহ সভাপতি, হাউস অফ রিপাবলিক, চেয়ারম্যান, ন্যাশনাল পার্টি
৫। লেফটেন্যান্ট জেনারেল এইচ আলমসিজাহ ডিজেএল প্রকলামসি নং-৩৬, জাকার্তা স্টেট সেক্রেটারি, রাষ্ট্রপতির উপদেষ্টা
৬। মি উইলোপো এস এইচ, ডিজেএল, শ্রিউইদজাজা নং-২০,ব্লক নং কে-১১, কচবাজরান বারু, জাকার্তা, চেয়ারম্যান, সুপ্রিম অ্যাডভাইসরি কাউন্সিল, সাবেক প্রধানমন্ত্রী
৭। ডঃ মোহাম্মাদ নাতসির, ৪৬, ডিজেএল, এইচওএস, জকরয়ামিনোতো, জাকার্তা
সাবেক প্রধান মন্ত্রী, ধর্মীয় পণ্ডিত
৮। হাদজি আনোয়ার জকরয়ামনোতো, ডিজেএল সিঙ্গামাঙ্গারাদজা নং-২৯, কচবাজরান বারু জাকার্তা সহ সভাপতি, সুপ্রিম অ্যাডভাইসরি কাউন্সিল
সভাপতি, পিএসআইআই
৯। হাদজি ইমরন রসজাদি এস এইচ ডিজেএল, চুকুউমার নং-৩০/পিএভি, জাকার্তা সভাপতি, সংসদীয় কমিশন ২ যেটি প্রতিরক্ষা বিভাগ ও পররাষ্ট্র বিভাগ নিয়ে কাজ করে।
সেক্রেটারি জেনারেল, এএআইও
১০। মি ফাহিম ইদ্রিস (ছাত্রনেতা)
সেক্রেটারি জেনারেল, জেরেকান মাহাসিসয়া
জাকার্তা
ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়, অর্থনীতি বিভাগ, ডিজেএল
সালেম্বা নং-৪, জাকার্তা।

সংবাদপত্র সমূহ
১১। হাদজি মাকবুদ জুনায়েদি
সম্পাদক, দুতা মাসজারাকাত
ডিজেএল, মেন্তাং রায়া নং-২৪, জাকার্তা
১২। মি নোনো আনোয়ার মাকারিম
সম্পাদক , কামি (ছাত্র দৈনিক)
ডিজেএল, ক্রামাত ৮/২, জাকার্তা
১৩। মি ১৩ এম দিয়াহ (সাবেক তথ্য মন্ত্রী)
সম্পাদক, মেরদেকা
ডিজেএল, পেতোদজো সেলাতান ১১, জাকার্তা
১৪। ব্রিগেডিয়ার জেন হাদজি সুগান্ধি
সম্পাদক, পেলোপার বারু ( দৈনিক, সেকবার গোলকারের মালিকানাধীন)
ডিজেএল, আসেমকা ২৯-৩০, জাকার্তা
১৫। মি জে সি টি সিমোরাংকির এস এইচ
সম্পাদক, সিনার হারাপান ( খ্রিস্টান পার্টি দৈনিক )
ডিজেএল পিন্তু বেসার সেলাতান নং-৯৩, জাকার্তা
১৬। মি মখতার লুবিস
সম্পাদক , ইন্দোনেশিয়ান রায়া
ডিজেএল মেরাকেদা উতারা ১১, জাকার্তা
১৭। মি ফাহমি মু’থি
জাকার্তা টাইমস
এফজেএল, হাজাম বুরুক নং-৮, জাকার্তা
১৮। মিসেস হেরাবাতি দিয়াহ
সম্পাদক, ইন্দোনেশিয়া অবজার্ভার
ডিজেএল পেতোদজো সেলাতান ১১, জাকার্তা
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!