You dont have javascript enabled! Please enable it! 1971.06.24 | বাংলাদেশ সরকার কর্তৃক ইন্দনেশিয়ায় অবস্থানরত বেসরকারি বাঙালীদেরকর্তব্যসম্পর্কে লিখিত চিঠি | বাংলাদেশ সরকার - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশ সরকার কর্তৃক ইন্দনেশিয়ায় অবস্থানরত বেসরকারি বাঙালীদেরকর্তব্যসম্পর্কে লিখিত চিঠি বাংলাদেশ সরকার ২৪ জুন,১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৯ সার্কাস অ্যাভিনিউ
কলিকাতা-১৭
MISSION OF THE
PEOPLE’S REPUBLIC OF Bangladesh
9 Circus Avenue
Calcutta-17
জনাব আব্দুল মতিন,
আমরা গত ১৫ মে ১৯৭১ তারিখে তারিখে জনাব ইউসিন আলির ঠিকানায় প্রেরিত আপনার চিঠি পেয়ে কৃতজ্ঞ বোধ করছি। বাংলাদেশের প্রতি সমর্থন ও সহানুভূতির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
২। যেহেতু আপনি ইন্দোনেশিয়ায় স্থায়ীভাবে আছেন,তাই যদি আপনি বাংলাদেশের পক্ষে জাকার্তায় জনমত গঠন ও তহবিল জোগাড় করার উদ্দেশে একটি কমিটি গঠন করতে পারেন তবে আমরা বিশেষ ভাবে উপকৃত হব। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ বাংলাদেশকে সহযোগিতা করার উদ্দেশ্যে এধরণের কমিটি গঠন করেছেন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করতে ইন্দোনেশিয়ার ভাতৃপ্রতিম জনগণের সমর্থনের বিশেষ প্রয়োজন। আমরা আশাবাদী যে এ ব্যাপারে আপনি ও আপনার পরিচিত সকলে আমাদের সাহায্য করতে সক্ষম হবেন।
৩। আপনার স্বেচ্ছাসেবক পাঠানোর প্রস্তাবটি বিবেচনায় রেখে সিদ্ধান্তে পৌঁছানোর পর যথাশীঘ্রইআপনাকে অবহিত করা হবে।
৪।অনুগ্রহ করে আপনার বাংলাদেশকে সমর্থন যোগানো সম্পর্কিত কার্যকলাপ সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন। আমরা নিশ্চিত যে আপনার সহযোগিতা ও পূর্ণ সমর্থনে খুব শীঘ্রই বাংলার এই পবিত্র মাটি পাকবাহিনী মুক্ত হবে।
বিনীতভাবে,
প্রেরক/-
(আনোয়ারউল করিম চৌধুরী)
মিশনপ্রধানের পক্ষ হতে
মেজর(অবঃ) আব্দুল মতিন
পিসাঙ্গান লামা ৩/৩৯,
জাতিনেগারা, জাকার্তা,
ইন্দোনেশিয়া