You dont have javascript enabled! Please enable it! 1971.11.15 | বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডীনের কাছে বাংলাদেশ এসোসিয়েশনের কর্মকর্তার পত্র | বাংলাদেশ অ্যাসোসিয়েশোন অভ ব্রিটিশ কলাম্বিয়ার দলিল - সংগ্রামের নোটবুক

 

শিরোনাম সূত্র তারিখ
বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডীনের কাছে বাংলাদেশ এসোসিয়েশনের কর্মকর্তার পত্র বাংলাদেশ অ্যাসোসিয়েশোন অভ ব্রিটিশ কলাম্বিয়ার দলিল

 

১৫ নভেম্বর, ১৯৭১

জনাব ফিলিপ এইচ. হোয়াইট
ডিন: বাণিজ্য ও ব্যবসা প্রশাসন
ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
১৫ নভেম্বর, ১৯৭১
জনাব,
গত আট মাস ধরে বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) এর জনগণ স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং বেঁচে থাকার যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সে সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন। নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপরে সেনাবাহিনীর বর্বরোচিত হামলার কারণে লক্ষাধিক মানুষ ভারতে পালিয়ে গিয়েছে এবং ১০-৩০ লাখ মানুষ অনাহারে ভুগছে। সেইসব হতভাগ্য মানুষদেরকে সাহায্য করতে অর্থ সংগ্রহের জন্য আমরা একটি প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এই অর্থ শতাধিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষকদের সাহায্যে ব্যয় করা হবে, যারা নিঃস্ব এবং বর্তমানে পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য রাজ্যে অবস্থান করছেন।
আমরা এবং যুক্ত্রাজ্যের লন্ডনের ‘মেডিক্যাল অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ’ সরাসরি যুদ্ধের শিকার মানুষদের কাছে এ অর্থ পাঠিয়ে দেব।
১৫ নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে এই প্রচারণা ১ক সপ্তাহের জন্য চালানো হবে।
অনুগ্রহ করে আমাদেরকে এই অর্থ সংগ্রহ প্রচারণার অনুমতি দিয়ে পূর্ব বাংলার হতভাগ্য ও নিঃস্ব মানুষদেরকে সাহায্য করার সুযোগ দিয়ে বাধিত করবেন।
ধন্যবাদান্তে।
বিনীত নিবেদক
(ড. এ. এম. খান)
জেনারেল সেক্রেটারি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ ব্রিটিশ কলাম্বিয়া