You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বৈধ সরকারী প্রতিনিধিত্বকরণ সম্পর্কে একটি প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকার, পরররাষ্ট্র মন্ত্রণালয় ২০ জুলাই ১৯৭১

 

ফোনঃ

বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মিশন
৯, সার্কাস এভিনিউ
কলিকাতা ১৭
(কৃতজ্ঞতা স্বীকার সহ কিংবা ব্যতীত কপি করা যেতে পারে)
________________________________________________________________________________
নং. পিআর/২৫
মুজিবনগর
জুলাই ২০, ১৯৭১
সরকারি ব্যাখ্যা

 
বাংলাদেশ থেকে বিভিন্ন স্থানে তাদের ব্যক্তিগত সফরের পর্যবেক্ষণের সাথে সংযুক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ পদের প্রতি বিদেশি অফিসের মনোযোগ অঙ্কন হয়েছে। বিভিন্ন পৃথক পৃথক উপলক্ষে বিদেশি অফিসসমূহ দ্রষ্টব্য নিয়েছে যেখানে বিদেশি সরকার এবং জাতিসংঘ এর সাথে তারা আমাদের সম্পর্কের প্রশ্নে মোকাবিলা করেছে।বিদেশি অফিসের ধারণা যে মানুষ নিজেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অথবা ‘বৈধ সহায়তাকারী’ হিসেবে দোষারোপ করছে এবং ‘বাংলাদেশ বাহিনীর সাথে সংযোগ হচ্ছে’ যখন সংবাদমাধ্যম গুলো অথবা অন্যথায় নেয়া হলো,নিজেদের মতো করেছে এবং নিজেদের স্বতন্ত্র সক্ষমতায়। মতামত সমূহ তারা নিজেদের মতো ব্যাখ্যা করেন এবং বাংলাদেশ সরকার দ্বারা গঠিত মতে না ভাবতে।
জোনাল প্রশাসনিক কাউন্সিলেরদক্ষিণ – পশ্চিম জোন-১ এর ত্রাণ উপ-কমিটির সভার কার্যবিবরণী জোনাল প্রশাসনিক কর্মকর্তার অফিসেঅনুষ্ঠিত হয় ৩ অক্টোবর, ১৯৭১; দুপুর ১টায়।সভায় উপস্থিত সদস্যরা হলেন-
(১) জনাব তফীজউদ্দিন আহমেদ, এমপিএ,পাবনা (সদস্য)
(২) জনাব শাহীউদ্দিন,এমএনএ, কুষ্টিয়া (সদস্য)
(৩) জনাব ইউনুস আলী, এমপিএ, কুষ্টিয়া (সদস্য)
(৪) জনাব জহুরুল হক রাজা, এমপিএ, কুষ্টিয়া (সদস্য)
(৫) জনাব গোলাম হাসনাইন, এমপিএ, পাবনা (সদস্য)
(৬) জনাব আব্দুর রব,এমপিএ, পাবনা (সদস্য)
(৭) জনাব গোলাম কিবরিয়া, এমপিএ (সদস্য)
★সভায় সভাপতিত্ব করেন জনাব শাহীউদ্দিন,এমএনএ, কুষ্টিয়া।
★★সর্বসম্মতিক্রমে জোনাল প্রশাসনিক কাউন্সিল, দক্ষিণ – পশ্চিম জোন-১ এর ত্রাণ উপ-কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জনাব তফীজউদ্দিন আহমেদ, এমপিএ, পাবনা।

(শাহীউদ্দিন)এমএনএ,
সভাপতি।
জোনাল প্রশাসনিক কাউন্সিলেরদক্ষিণ – পশ্চিম জোন-১ এর প্রচার উপ-কমিটির সভার কার্যবিবরণীজোনাল প্রশাসনিক কর্মকর্তার অফিসেঅনুষ্ঠিত হয় ৩ অক্টোবর ১৯৭১ বেলা ১টায় ।সভায় উপস্থিত সদস্যরা হলেন-
(১)জনাব আব্দুর রহমান, এমপিএ, পাবনা (সদস্য)
(২) জনাব তফীজউদ্দিন, এমপিএ, পাবনা (সদস্য)
(৩) জনাব জহুরুল হক, এমপিএ, পাবনা (সদস্য)
(৪) জনাব ইউনুস আলী, এমপিএ, কুষ্টিয়া (সদস্য)
(৫) জনাব আহসানউল্লাহ, এমপিএ (সদস্য)
★সভায় সভাপতিত্ব করেন জনাব তফীজউদ্দিন আহমেদ, এমপিএ, পাবনা।
★★সর্বসম্মতিক্রমে জোনাল প্রশাসনিক কাউন্সিল, দক্ষিণ -পশ্চিম জোন-১ এর প্রচার উপ-কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জনাব আব্দুর রহমান, এমপিএ, পাবনা।

(তফীজউদ্দিন আহমেদ)
এমপিএ,সভাপতি
৩/১০/৭১

(তৃতীয় খন্ড)
(গ) জনাব এম.এ. সুলতান, এমএনএ
(ঘ) এম. এ. খাইর, এমএনএ
(ঙ) জনাব তাহেরুদ্দীন ঠাকুর, এমএনএ

৪) সম্মেলন কতৃপক্ষের কিছু শিল্পীর প্রয়োজন ছিল। তাদের নাম নিচে দেওয়া হল।
(ক) মিসেস সানজিদা খাতুন
(খ) মিস কল্যাণী ঘোষ
(গ) জনাব সমর দাশ
(ঘ) জনাব অাব্দুল জব্বার
(ঙ) জনাব অাপেল মাহমুদ সর্বমোট ২০জনের নাম প্রস্তাব করা হয়েছে।
বাকী ৫জনের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হতে পারে।

৫) এটাও প্রস্তাব করা হয়েছে যে সম্মেলন কতৃপক্ষকে আবেদন করতে হবে যে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠাতে এবং ভ্রমণ,বাসস্থান ও অন্যান্য প্রাসঙ্গিক খরচের ব্যাপরে অনুসন্ধান করতে। যখন সকল কাগজ বাংলাদেশ মিশনের প্রথম সচিবের কাছে পৌছবে, একটা বাজেট মুদ্রণের জন্য অনুমোদন দেওয়া হবে। তবে, এইসব কাগজ পত্র মুদ্রণের জন্য আপাতত অনুমোদিত হতে পারে।
(আর.আই. চৌধুরী)
প্রথম সচিব।
নং বি ৫/৮০/৭১ তাং ২১.০৭.৭১
অনুলিপি হুবুহু দেওয়া হয় জনাব মওদুদ আহমদকে, বার-অ্যাট-ল . ৯, সার্কাস অ্যাভিনিউ, কলকাতা ১৭.
তিনি বিনয়ের সাথে দায়িত্ব নেন যে একটি কাগজে ” বাংলাদেশে আন্তর্জাতিক আইন এবং তার চর্চা” নামক লিখা তৈরি করেন দিল্লীর আন্তর্জাতিক সেমিনারে পড়ার জন্য। এটি খুবই প্রশংসিত হবে যদি তিনি নিশ্চিত করতে পারেন যে, কাগজটি ৩১ই জুলাই,১৯৭১সালের নিম্নে সাক্ষরিত হয়ে পরিপূর্ণ রূপে যেন প্রয়োজনীয় ব্যাবস্হা তৈরি করে এটি মূদ্রণের জন্য।

(আর.আই. চৌধুরী)
প্রথম সচিব। .

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!