শিরোনাম | সূত্র | তারিখ |
অস্থায়ী রাষ্ট্রপতি কর্তৃক ইসলামী সম্মেলনে প্রদত্ত টেলিগ্রাম | দি স্টেটসম্যান | ২৫ জুন, ১৯৭১ |
ইসলামের নামে গণহত্যা
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কর্তৃক ২৪ জুন,১৯৭১ তারিখে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক কনফারেন্সের বিভিন্ন সদস্যের নিকট পাঠানো টেলিগ্রাম সংক্রান্ত প্রেস রিপোর্ট
বাংলাদেশে চলমান গণহত্যা তাৎক্ষনিক ভাবে বন্ধ করতে সংস্থাটির প্রভাব ও ক্ষমতা ব্যবহার করার জন্য বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জেদ্দায় ইসলামিক কনফারেন্স এর সাধারণ সম্পাদক টেংকু আবদুর রহমানের নিকট আজ একটি টেলিগ্রাম পাঠিয়েছেন।
টেলিগ্রামের অনুলিপি সচিবালয়ের সকল সদস্যদের নিকট পাঠানো হয়েছে,তার মধ্যে রয়েছেন সৌদি আরবের বাদশা ফয়সাল,শেখ সাব্বান এবং শেখ বিন বাজ।
জনাব ইসলাম বাংলাদেশের স্বাধীনতার দাবিতে সমর্থন দেবার জন্য তাদের অনুরোধ করেছেন এবং তিনি হত্যা,নির্যাতন,মসজিদ অপবিত্রকরন,ইমামদের হত্যাকাণ্ড এবং পবিত্র কোরআন পোড়ানোর বিষয় উল্লেখ করেছেন।
ইউএনআই যোগ করেছেন:টেলিগ্রামটি পাকিস্তান সেনাবাহিনীর করা ধ্বংসযজ্ঞের বিবরণ দিয়েছে এবং তিনি বলেন যে “ পশ্চিম পাকিস্তানের যুদ্ধবাজ নেতারা মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ করতে বদ্ধ্যপরিকর অন্যদিকে তারা নিজেদের দোষ ইসলামের পবিত্র নামের আড়ালে এড়ানোর চেষ্টা করছে ”।
(দা স্টেটস্ম্যান,নিউ দিল্লী-জুন ২৫,১৯৭১)