You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
দিল্লীতে বাংলাদেশ তথ্য কেন্দ্র স্থাপন সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে লিখিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি। বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৬ এপ্রিল, ১৯৭১

 

খন্দকার মোশতাক আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

মুজিবনগর,
২৬ শে এপ্রিল, ১৯৭১

বিনীত মহানুভব,

আমি বিনীত ভাবে বলতে চাই যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নয়াদিল্লীতে জনার কে. এম. সেহাবউদ্দিনকে প্রধান এবং জনাব আমজাদুল হককে সংবাদ সহদূত করে একটি তথ্য কেন্দ্র উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে, সেখানে একটি পূর্ণক্ষেত্র মিশন খোলার আগ পর্যন্ত। বাংলাদেশ সরকারের তাদের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে।

আমি কৃতজ্ঞ হব যদি ভারতীয় সরকার জনাব কে. এম. সেহাবউদ্দিনকে এবং জনার আমজাদুল হককে নয়াদিল্লীতে একটি তথ্যকেন্দ্র স্থাপনা এবং পরিচালনার জন্য সকল সুযোগ সুবিধা ও সংগতি প্রদান করে। আমি নিশ্চিত যে ভারতীয় সরকার তাদের সকল প্রয়োজনীয় কূটনীতিক বিশেষাধিকার এবং দায়মুক্তি মঞ্জুর করবে।

অনুগ্রহ পূর্বক মহানুভব আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।

( খন্দকার মোশতাক আহমেদ)
পররাষ্ট্রমন্ত্রী

নং. পি- ৫/২৮/৭১
মহানুভব শ্রী শরণ সিং
পররাষ্ট্র মন্ত্রী
ভারত সরকার
নয়াদিল্লী
(মোনোগ্রাম)
জনাব কে. এম. সেহাবউদ্দিন, বি. এস. এফ. বাংলাদেশ তথ্যকেন্দ্র, নয়াদিল্লী এর প্রধানকে নকল প্রেরণ করা হবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!