You dont have javascript enabled! Please enable it!
               শিরোনাম                    সুত্র                 তারিখ
দক্ষিন-পশ্চিম-১ জোনাল কাউন্সিল সদস্যদের ভ্রমণ ও দৈনিক ভাতা প্রদানের নিয়মাবলী সম্পর্কে সরকারের প্রশাসন বিভাগীয় সচিবকে লিখিত জোন কর্মকর্তার চিঠি। বাংলাদেশ সরকার, দক্ষিন-পশ্চিম জোন-১ ২৮ অক্টোবর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জোনাল সেক্রেটারি দক্ষিন-পশ্চিম জোন-১

হইতেঃ এম. সামসুল হক,
জোনাল প্রশাসনিক কর্মকর্তা,
দক্ষিন-পশ্চিম জোন-১।

বরাবরঃ সচিব,
সাধারন প্রশাসন বিভাগ,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়ঃ জোনাল কাউন্সিলের সদস্যদের টি.এ./ ডি.এ. প্রদান পদ্ধতি

এমএনএ এমপিএ গণ জোনাল কাউন্সিলের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য তাদের টি.এ./ ডি.এ. দাবি করছেন। কিন্তু উপরে উল্লেখিত উদ্দেশ্যে তাদেরকে কি পরিমান টি.এ./ ডি.এ. প্রদান করা হবে সে সম্পর্কে কোন সরকারি নির্দেশনা নেই। এটা অনুভুত হয় যে, এমএনএ/এমপিএ গণের অফিসিয়াল সফরে রেল/সরক/আকাশ পথে যাত্রা এবং অবস্থানের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া থাকা উচিত। যেমন জোনাল কাউন্সিলের সদস্যদের টি.এ./ ডি.এ. প্রদান সম্পর্কে নিম্ন লিখিত বিষয়ে প্রয়োজনীয় সচ্ছতা থাকা জরুরীঃ-
১)এমএনএ/এমপিএ গণ জোনাল কাউন্সিলের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য টি.এ./ ডি.এ. পাওয়ার অধিকারী কিনা।
২)জোনাল কাউন্সিলের চেয়ারম্যান এবং সদস্যদের এরূপ টি.এ. বিল এ প্রতিসাক্ষরকারী নিয়ন্ত্রণকারী অফিসারের পদবী।
৩)সদস্যদের সফর সংক্রান্ত প্রক্রিয়া ও রেল/সরক/আকাশ পথে যাতায়াতের হার এবং অবস্থানের ডি.এ.।

এই মর্মে, উপরে উল্লেখিত বিষয়ে সরকারের প্রয়োজনীয় মতামত ও ব্যাখ্যার জন্য নিম্নসাক্ষরিত ব্যক্তির সাথে অতি দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

এসডি/-এম. শামসুল হক
জোনাল প্রশাসনিক কর্মকর্তা,
দক্ষিন-পশ্চিম জোন-১।
মেমো নং 413/1 (2) তারিখ ২৮.১০.৭১
(১)প্রয়োজনীয় তথ্য এবং পদক্ষেপের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের সচিবকে কপি পাঠানো হয়েছে।
(২)প্রয়োজনীয় তথ্য এবং পদক্ষেপের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভার সচিবকে কপি পাঠানো হয়েছে।

এম. শামসুল হক
জোনাল প্রশাসনিক কর্মকর্তা,
দক্ষিন-পশ্চিম জোন-১।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!